নক্ষত্রবাড়ি রিসোর্ট গাইড লাইন
নক্ষত্রবাড়ি রিসোর্ট
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজবাড়ি এলকায় নাট্য অভিনেতা, পরিচালক, স্থপতি তৌকির-বিপাশা বানিজ্যিক উদ্দেশ্যে গড়ে তুলেছেন নক্ষত্রবাড়ি রিসোর্ট। প্রায় ২৫ বিঘা জমির উপর তৈরি এর সাথে আছে দিঘি, সভাকক্ষ, কৃত্রিম ঝরনা, সুইমিংপুলসহ ভিবিন্ন সুবিধা। প্রকৃতিপ্রেমী দের জন্য নক্ষত্রবাড়ী একটি জনপ্রিয় নাম।
এর বিশেষ বৈশিষ্ট্য হলো, কাঠ, বাঁশ ও ছনের তৈরী শীতাতপ নিয়ন্ত্রিত ১১ টি কটেজ । যার বারান্দায় বসে জোছনা বা পূর্ণিমা দেখা যায় রাতে। শুধু তাই নয়, এতো সৌন্দর্যের কটেজ এগুলো, মন চাইবে যেন এই প্রকৃতির মাজে হারিয়ে যায়।
এখানে বসে আপনি ব্যাঙের ডাক শোনতে পারবেন,পূর্ণিমা দেখা, ব্যাঙ ও ঝিঁঝিঁ পোকার ডাক শুনা কিংবা জোনাকির আলোয় প্রকৃতির মাঝে হারিয়ে যেতে আপনাকে নক্ষত্রবাড়ি রিসোর্টে আসতে হবে। পুকুরের পূর্ব পাশে দরজা-জানালা সংবলিত ব্রিটিশ আমলের একটি ঘর রয়েছে।
তার সাথেই রয়েছে সুইমিং পুল। একটি বিল্ডিং কটেজ ও রয়েছে। কনফারেন্স রুম সোহো রয়েছে খাবার হোটেল। আর এই হোটেলে রয়েছে বাংলা, ইন্ডিয়ান, চাইনিজ, থাই, কন্টিনেন্টাল খাবার। পুরো এরিয়া গিরে রয়েছে বিভিন্ন ধরনের গাছ-গাছালি। এখানে ৪০ জন কর্মকর্তা সার্বক্ষণিক রয়েছেন।
ভাড়া
নক্ষত্রবাড়ি রিসোর্ট ২৪ ঘণ্টার ভাড়া ১০ হাজার ৭৫২ টাকা পানির ওপর কটেজগুলো । বিল্ডিং কটেজের ভাড়া কাপড়বেড ৮ হাজার ২২২ টাকা এবং টু-ইন বেড ৬ হাজার ৯৫৮ টাকা। দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য ৫০০ টাকা।
যাওয়ার উপায়
আপনি যে কোনো উপায়ে নিজস্ব গাড়ি বা যাত্রীবাহী বাসে করে গাজীপুর চৌরাস্তা হয়ে ঢাকা-কাপাসিয়া মহাসড়কের রাজাবাড়ী বাজারে নামতে হবে। রাজাবাড়ী বাজার থেকে দেড় কিলোমিটার দক্ষিণে চিনাশুখানিয়া গ্রামের বাঙালপাড়া এলাকায় নক্ষত্রবাড়ী রিসোর্ট এর অবস্থান, যা কাপাসিয়া-শ্রীপুরের সীমানা বেষ্টিত এলাকা।
যোগাযোগ
ফোন নাম্বারঃ ০২-৯৮৩৫১৭৩, ০১১৯২১৫০৫৬৩, ০১৭৭১৭৯৯৪১০
ওয়েবসাইটঃ http://nokkhottrobari.com
অনলাইন বুকিংঃ http://nokkhottrobari.com/reservations.php