পপুলার ওয়েব হোস্টিং কোম্পানি লিস্ট বাংলাদেশ
বর্তমানে বাংলাদেশে অনেক ভালো ওয়েব হোস্টিং কোম্পানি রয়েছে। অন্যান্য বিদেশী কোম্পানি চেয়ে কোনো দিক দিয়ে কম না , এর পেছনে রয়েছে বাংলাদেশের ভালো কিছু হোস্টিং কোম্পানীর অবদান, যারা এনশিউর করে ইউজারদের তাঁদের সার্ভিস কোয়ালিটি বুঝাতে সক্ষম হয়েছে যে বাংলাদেশের হোস্টিং সার্ভিস কোন অংশেই বিদেশী হোস্টিং সার্ভিস এর তুলনায় কম নয়। বরং কোন কোন ক্ষেত্রে বিদেশী হোস্টিং এর তুলনায় দেশী হোস্টিং সার্ভিস কয়েকগুণ বেটার।
আজকে সেইসব কয়েকটি দেশীয় হোস্টিং প্রোভাইডারদের নিয়ে কথা বলবো , যারা আমাদের দেশের হোস্টিং মার্কেটকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য দিন রাত ২৪/৭ পরিশ্রম করে যাচ্ছেন।
এই লিস্ট ডাউনের সাথে যে আপনার একমত হতে হবে এমন কোন রুলস নেই। আমাদের কাছে যেই কোম্পানী গুলো ভালো মনে হচ্ছে সেটা আপনার কাছে নাও লাগতে পারে, আবার ভবিষ্যতে এইসব কোম্পানীর মান ভালো বা খারাপ হতেও পারে। আমরা চেষ্টা করবো নিয়মিত এই লিস্ট আপডেট করার সার্ভিস এর মানের ওপর নির্ভর করে ।
বাংলাদেশের সেরা ১১ টি ওয়েব হোস্টিং কোম্পানি
ওডেক্সপি আমাদের লিস্ট এ সর্ব প্রথম রয়েছে (ODEXP)
ODEXP ২০১৪ সাল থেকে সুনামের সাথে ডোমেইন হোস্টিং সার্ভিস প্রদান করে আসছে কোম্পানীটি দেশের মার্কেটে। ওডেক্সপি হোস্টিং শুধু দেশের ভেতরেই নয় দেশের বাইরেও অসংখ্য কাস্টমারকে সার্ভিস প্রদান করে আসছে।
ওডেক্সপি গত ৮ বছর ধরে এই ব্যবসার সাথে জড়িত তাই তারা গ্রাহকের চাহিদা এবং নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকে । ওডেক্সপি সমস্ত সার্ভার তাদের এক্সপার্ট টীম দ্বারা পরিচালিত করা হয় , তাই এখানে কোন বাহ্যিক হস্তক্ষেপ নেই। গ্রাহকদের নিরাপত্তা প্রদান করা, যেহেতু তাদের মূল লক্ষ্য, যেহেতু তারা ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে কাজ করে। ওডেক্সপি সমস্ত সার্ভারের 99.99% সময় আছে, ওডেক্সপি আপনার ব্যবসাকে অতিরিক্ত সহায়তা প্রদান করতে প্রস্তুত।
ওডেক্সপি এর স্পিড এবং কাস্টমার সাপোর্টের জন্য মার্কেটে তাঁদের জনপ্রিয়তা বেশি, তাঁরা ২৪/৭ কাস্টমার সাপোর্ট প্রদান করে থাকেন।
ODEXP হোস্টিং এর সার্ভিস-সমূহ:
- শেয়ার্ড হোস্টিং
- ডেডিকেটেড হোস্টিং
- ওয়ার্ডপ্রেস হোস্টিং
- VPS হোস্টিং
- Reseller হোস্টিং
- ডোমেইন রেজিস্ট্রেশন
আইটি নাট হোস্টিং – IT Nut Hosting
সুনামের সাথে ২০১৪ সাল থেকে কোম্পানীটি দেশের মার্কেটে ডোমেইন হোস্টিং সার্ভিস প্রদান করে আসছে। আইটি নাট হোস্টিং শুধু দেশে নয় দেশের বাইরেও অসংখ্য কাস্টমারকে সার্ভিস প্রদান করে আসছে।
শুরুতে IT Nut এর টার্গেটেড ক্লায়েন্ট শুধুমাত্র প্রিমিয়াম সেগমেন্টে হলেও বিগত কয়েক বছরে তাঁরা মিডিয়াম থেকে প্রিমিয়াম প্রায় সব সেগমেন্টের কাস্টমারদেরই টার্গেট করে সেবা প্রদান করে যাচ্ছে। যেহেতু তারা শুরু করেছিলো প্রিমিয়াম লেভেলের কাস্টমারদের লক্ষ্য করে তাই শুরুর দিকে তারা শুধুমাত্র হ্যালো প্রাইজেই সার্ভিস প্রদান করতো অথচ আজকাল তাদের আজকাল যেই প্রাইজিং নকশা এতে মিড লেভলে হতে প্রিমিয়াম কাস্টমার সবার কাছেই ট্রফি এফোরর্টএবল। আইটি নাট এর স্পিড তার সাথে কাস্টমার সাপোর্টের জন্য বাজারে ওঁদের জনপ্রিয়তা বেশি, তাঁরা ২৪/৭ কাস্টমার সমর্থন প্রদান করে থাকেন এমনকি আমি দেখেছি ঈদের দিন ও তাদের সমর্থন অফ থাকেনা।
আইটি নাট হোস্টিং এর সার্ভিস-সমূহ:
- ওয়েব হোস্টিং
- BDIX হোস্টিং
- ভিপিএস সার্ভার
- বিজনেস মেইল
- উইন্ডোজ হোস্টিং
- ডোমেইন রেজিস্ট্রেশন
পেমেন্ট মেথর্ড: বিকাশ, রকেট, নগদ, পেপাল, পেওনার, বাংলাদেশী যে কোন ব্যাংক।
এক্সনহোস্ট – Exonhost
বাজারে পুরাতন খেলোয়ার হচ্ছে Exonhost । ২০০৯ সালে কোম্পানীটি চালু করেন অতঃপর কয়েকটি রিজন বশত একের অধিক বার কোম্পানি নাম পাল্টানো করে আজকাল Exonhost নামে মার্কেটে বেশ সুনামের সাথে পরিসেবা প্রদান করে আসছেন।
তখন ভীষণ কম সংখ্যক কোম্পীনই মার্কেটপ্লেসে এভইলেবেল ছিলো তাঁরা যখন বাংলাদেশে হোস্টিং পরিসেবা প্রদান করা শুরু করে । দেশীয় হোস্টিং বাজারে যে বেশ ভালো কয়েকটি করা পসিবল তার অন্যতম নমুনা হচ্ছে এক্সনহোস্ট। গত কয়েক সালের বাংলাদেশে অসংখ্য হোস্টিং প্রোভাইডার এসেছে গেছে, বেশিরভাগই সারভাইব করার জন্য পারেনি সংস্থা অফ করে চলে গেছে সেই সঙ্গে দেশীয় হোস্টিং এর বদনাম ছড়িয়েও গেছে, কিন্তু Exonhost সেই সময়েও ছিলো এখনো বিদ্যমান তার সাথে কার্যক্রম দেখে এটি বলাই যায় ভবিষ্যতেও থাকবে। এক্সনহোস্ট রিলেয়েবল পরিসেবা কোয়ালিটির জন্য জনপ্রিয়।
এক্সহোস্ট এর সার্ভিস-সমূহ:
- ওয়েব হোস্টিং
- BDIX হোস্টিং
- ভিপিএস সার্ভার
- ডেডিকেইটেড সার্ভার
- বিজনেস মেইল
- ডোমেইন রেজিস্ট্রেশন
পেমেন্ট মেথর্ড: বিকাশ, রকেট, নগদ, পেপাল, পেওনার, বাংলাদেশী যে কোন ব্যাংক।
হোস্টএভের – Hostever
হোস্টএভারের চালু হয় ২০১১ সালে , সেই থেকে বেশ ভালোভাবেই তারা মার্কেটপ্লেসে হোস্টিং সেবা প্রদান করে আসছে। একদম লো লেভেল থেকে প্রিমিয়াম লেভেল সব সেগমেন্টেই তারা হোস্টিং সেবা প্রদান করে থাকেন। আমি যখন এই পোস্টটি লিখছি তখন যদিও তারা ২৪/৭ কাস্টমার সাপোর্ট দিচ্ছে না, কিন্তু এর বাইরেও তারা যেই সময়টুকু সাপোর্ট দিয়ে থাকেন তাতে বলাই যায় ব্যবহারকারীরা সেটিসফাইড, প্রার্থনা করি তারা আগামীতে প্রচণ্ড দ্রুতই ২৪/৭ কাস্টমার সাপোর্টের অ্যারেঞ্জমেন্ট করবেন।
হোস্টএভার এর সার্ভিস-সমূহ:
- ওয়েব হোস্টিং
- BDIX হোস্টিং
- ভিপিএস সার্ভার
- বাল্ক এসএমএস
- বিজনেস মেইল
- রিসেলার হোস্টং
- উইন্ডোজ হোস্টিং
- ডোমেইন রেজিস্ট্রেশন
পেমেন্ট মেথর্ড: বিকাশ, রকেট, নগদ, পেপাল, পেওনার, বাংলাদেশী যে কোন ব্যাংক।
হোস্ট মাইট – Hostmight
Hostmight বাংলাদেশের একটি পুরানো হোস্টিং কোম্পানীগুলোর ভিতরে । ২০১০ সাল হতে তারা দেশীয় হোস্টিং বাজারে সার্ভিস প্রদান করে আসছেন। মূলত একদম লোয়ার সেগমেন্টের কাস্টমারদের লক্ষ্য করেই হোস্ট মাইট তাদের যাত্রার শুরু থেকেই ব্যবসা পরিচালনা করে আসছেন।
হোস্ট মাইট সম্মন্ধে আমি বলবো একদম টপ লেভেলেরও না আবার লো লেভেলেরও না, তার মিড লেভের সংগঠন হয়ে এই মুহূর্তে মার্কেটপ্লেসে অবস্থান আধিপত্য করে আছেন। এই মুহূর্তে তারা ২৪/৭ কাস্টমার সাপোর্ট প্রদান করছেন না, কিন্তু কার্যক্রম দেখে মনে হলো অত্যন্ত শিঘ্রই তারা এটির অ্যারেঞ্জমেন্ট করবেন।
হোস্ট মাইট এর সার্ভিস-সমূহ:
- ওয়েব হোস্টিং
- BDIX হোস্টিং
- ভিপিএস সার্ভার
- বিজনেস মেইল
- ওয়ার্ডপ্রেস হোস্টিং
- ডোমেইন রেজিস্ট্রেশন
পেমেন্ট মেথর্ড: বিকাশ, রকেট, নগদ, পেপাল, পেওনার, বাংলাদেশী যে কোন ব্যাংক।
হোস্টটিয়ার – Hosttier
যদিও হোস্টটিয়ার নতুন একটি এজেন্সি ২০২১ এ মাত্র ওঁদের যাত্রা আরম্ভ হয়েছে তা সত্ত্বেও বর্তমানে অনলাইন কমিউনিটিগুলোতে যদি একটু ভালোভাবে টার্গেট করেন তাহলে বুঝতে পারবেন Hosttier যদি এইভাবে তাদের সার্ভিস কোয়ালিটি ডে বাই ডে ইম্প্রুভ করার জন্য থাকে তাহলে প্রচণ্ড অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের হোস্টিং মার্কেটে বেশ ভালো অবস্থান কর্তৃত্ব করবে। শুরুতেই ওঁদের কার্যক্রম এবং ব্যবহারকারী ফিডব্যাক অনুযায়ী এটি বলাই যায় Hosttier নিউ সংস্থা হলেও সম্প্রতি বাংলাদেশের অনেক পুরোনো হোস্টিং কোম্পানীর তুলনায় বেশ ভালো সেবা প্রদান করছে, নোটিশ যাক তারা ভবিষ্যতে ব্যবহারকারীদের মাঝে কিরকম অবস্থান তৈরি করার জন্য পারে।
হোস্টটিয়ার এর সার্ভিস-সমূহ:
- ওয়েব হোস্টিং
- BDIX হোস্টিং
- ভিপিএস সার্ভার
- বাল্ক এসএমএস
- রিসেলার হোস্টিং
- ডোমেইন রেজিস্ট্রেশন
পেমেন্ট মেথর্ড: বিকাশ, রকেট, নগদ, পেপাল, পেওনার, বাংলাদেশী যে কোন ব্যাংক।
ইবিএন হোস্ট – Ebn Host
২০০৮ সাল থেকে Ebn Host দেশীয় হোস্টিং মার্কেটপ্লেসে পরিসেবা প্রদান করে আসছে, এজন্য এতে কোন সন্দেহ নেই যে ইবিএন হোস্ট বাংলাদেশের অন্যতম পুরোনো একটি কোম্পানী। ইবিএন হোস্টের মূল টার্গেট হচ্ছে লোয়ার সেগমেন্টের কাস্টমার অর্থাৎ যেসব কাস্টমার ফিচারর্স এবং সার্ভিস কম্প্রোমাইজ করার জন্য প্রস্তুত তবুও বাজেট অল্প হতে হবে তাদের জন্য। লোয়ার সেগমেন্টে ইবিএন হোস্ট জনপ্রিয় ১টি কোম্পানী। সম্প্রতি তারা ২৪/৭ কাস্টমার সমর্থন প্রভাইড করছে না।
ইবিএন হোস্ট এর সার্ভিস-সমূহ:
- ওয়েব হোস্টিং
- ভিপিএস সার্ভার
- ডোমেইন রেজিস্ট্রেশন
পেমেন্ট মেথর্ড: বিকাশ, রকেট, নগদ, পেপাল, পেওনার, বাংলাদেশী যে কোন ব্যাংক।
ওয়েব হোস্ট বিডি – Web Host BD
ওয়েব হোস্ট বিডি ২০১২ সাল হতে বাংলাদেশে হোস্টিং পরিসেবা প্রদান করে আসছে। তাদের টপ লেভেলের কোম্পানীও জানানো যাবে না আবার লো লেভেলে কোম্পানীও জানানো যাবেনা, মূলত মিড লেভেলের ১টি এজেন্সি হয়ে বেশ সুনামের সাথেই তাঁরা দেশীয় হোস্টিং বাজারে ব্যবসা পরিচালনা করে আসছেন।
বর্তমানে ওয়েব হোস্ট বিডির ২৪/৭ সাপোর্টের আয়োজন নেই। Web Host BD সম্মন্ধে একটা জিনিস না বললেই নয়, তাঁরা কয়েক বছর আগে ওঁদের অফিসিয়াল Youtube Channel এ ডোমেইন হোস্টিং সম্মন্ধে কতিপয় টিউটোরিয়াল প্রস্তুত করেছিলেন যা ছিলো ইউজারদের জন্য খুবই হেল্পফুল কেননা বর্তমান সম্প্রতি টিউটোরিয়ালের অভাব না থাকলেও সেই সময়ে বাংলাতে খুবই কম সংখ্যাক বেশ ভালো টিউটোরিয়াল ছিলো ডোমেইন হোস্টিং সম্পর্কে। থ্যাংকস টু ওয়েব হোস্ট বিডি।
ওয়েব হোস্ট বিডি এর সার্ভিস-সমূহ:
- ওয়েব হোস্টিং
- ভিপিএস সার্ভার
- ওয়েব ডিজাইন
- রিসেলার হোস্টিং
- ডোমেইন রেজিস্ট্রেশন
পেমেন্ট মেথর্ড: বিকাশ, রকেট, নগদ, পেপাল, পেওনার, বাংলাদেশী যে কোন ব্যাংক।
হোস্টিং বাংলাদেশ – Hosting Bangladesh
২০১২ সাল থেকে হোস্টিং বাংলাদেশ সার্ভিস প্রদান করে আসছে। ঠিক পূর্বের কথাই আবারো রিপিট করতে হচ্ছে, Hosting Bangladesh টপ লেভেলের কোম্পানীও না আবার লো লেভেলের কোম্পানীও না, তাঁরাও মিডিয়াম পর্যায়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। তবে একটা বিষয় লক্ষ্যণীয় হোস্টিং বাংলাদেশের সেটিসফাইড ক্লায়েন্টের পরিমান অতিশয় একটা কম নয়, লোয়ার সেগমেন্টের কাস্টমারদের লক্ষ্য করে সেবা প্রদান করছেন তাঁরা।
হোস্টং বাংলাদেশ এর সার্ভিস-সমূহ:
- ওয়েব হোস্টিং
- ভিপিএস সার্ভার
- ডোমেইন রেজিস্ট্রেশন
পেমেন্ট মেথর্ড: বিকাশ, রকেট, নগদ, পেপাল, পেওনার, বাংলাদেশী যে কোন ব্যাংক।
জিয়ন বিডি – Xeon BD
দেশীয় হোস্টিং কোম্পানীগুলোর ভিতরে Xeon BD অন্যতম একটি পুরোনো সংস্থা ২০০৫ সাল থেকে তারা পরিসেবা প্রদান করে আসছেন। জিয়ন বিডি এক সময় বাজারে দাপোটের সঙ্গে ব্যবসা পরিচালনা করলেও বর্তমানে মার্কেটপ্লেসে হিউজ সংখ্যা কম্পিটিশন থাকায় তাদের অবস্থান পূর্বের মতো নেই, কিন্তু প্রার্থনা করা যায় এই অবস্থান থেকে তারা প্রচণ্ড দ্রুতই ওভারকাম করবে কেননা হোস্টিং ইন্ডাস্ট্রির অন্যতম হাতিয়ার হলো এক্সপেরিয়েন্স, যা জিয়ান বিডির মতো একটি পুরোনো কোম্পানীর নিকট বহু রয়েছে বলে আমার মনে হয়। আর সেই এক্সপেরিয়েন্স এর মাধ্যমেই ওভারকাম করে পূর্বের অবস্থানে ফিরে যাওয়া কঠিন কয়েকটি নয়।
জিয়ন বিডি এর সার্ভিস-সমূহ:
- ওয়েব হোস্টিং
- ওয়ার্ডপ্রেস হোস্টিং
- ওয়েব ডেভেলোপমেন্ট
- ক্লাউড সার্ভিস
- ভিপিএস সার্ভার
- ডোমেইন রেজিস্ট্রেশন
পেমেন্ট মেথর্ড: বিকাশ, রকেট, নগদ, পেপাল, পেওনার, বাংলাদেশী যে কোন ব্যাংক।
আলফা নেট – Alpha Net
বাংলাদেশের অনেক পুরোনো একটি সংস্থা Alpha Net । ২০০১ সাল থেকে তারা হোস্টিং পরিসেবা প্রদান করে আসছেন। আলফা নেট দেশীয় সংগঠন হলেও তাদের সার্ভিসের বড় একটা অংশ বিদেশে প্রভাইড করে থাকেন।
বাংলাদেশের প্রিমিয়াম সেগমেন্ট বিশেষ করে কর্পোরেটদের লক্ষ্য করে আলফা নেট ব্যবসা পরিচালনা করে আসছে এজন্য একদম সাধারণ এন্ড ইউজারের মাঝে Alpha Net ততটাও জনপ্রিয় না। আলফা নেট এর একটা বিষয় অসাধারণ যে যাত্রার শুরু হতে আজকাল পর্যন্ত তাদের অবস্থান ধরে রেখেছেন এবং ডে বাই ডে উন্নতির দিকে আগিয়েছেন।
আলফা নেট এর সার্ভিস-সমূহ:
- ওয়েব হোস্টিং
- ডেডিকেইটেড সার্ভার
- ওয়েব ডেভেলোপমেন্ট
- বাল্ক এসএমএস
- ক্লাউড সার্ভিস
- ভিপিএস সার্ভার
- ডোমেইন রেজিস্ট্রেশন
পেমেন্ট মেথর্ড: বিকাশ, রকেট, নগদ, পেপাল, পেওনার, বাংলাদেশী যে কোন ব্যাংক।