ফেইসবুক মার্কেটিং কি?
পৃথিবীর সবথেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যমের নাম ফেসবুক। বর্তমান সময়ে পৃথিবীর প্রায় প্রতিটা দেশে এর জনপ্রিয়তা অনেক অনেক বেশী। ফেসবুকের মাধ্যমে আপনার ব্যবসা অথবা পণ্যের বিজ্ঞাপন আপনার টার্গেট অডিয়েন্স এর কাছে পৌঁছে দেয়ার পদ্ধতি কে ফেসবুক মার্কেটিং বলা হয়।
সহজ অর্থে ফেসবুকে যে বিজ্ঞাপন দেয়া হয় তাকেই ফেসবুক মার্কেটিং বলে। যে কোন ধরণের বিজ্ঞাপন ফেসবুকে টাকার মাধ্যমে দেয়া যায়। এ ধরণের বিজ্ঞাপন সাধারণত আপনার ফেসবুক নিউজফিডে বিভিন্ন পন্যের স্পন্সরড পোষ্ট আসে এবং আপনার ফেসবুক এর ডান পাশে বিভিন্ন পন্যের ছবি বা অফার আসে আর এগুলকেই ফেসবুক বিজ্ঞাপন বলা হয়।
আমাদের ফেইসবুক মার্কেটিং এর প্যাকেজ
আপনি আপনার পছন্দ অনুযায়ী প্যাকেজ টি বেছে নিন। তাছাড়া আপনি সাথে মান্থলি প্যাকেজ অনুযায়ী কাজ করতে চান তাহলে আমাদের কে জানান। আমরা আপনার প্রয়োজন অনুযায়ী প্যাকেজ ডিজাইন করে দিবো এবং বিস্তারিত স্ট্র্যাটেজি শেয়ার করবো।
কীভাবে আমরা আপনার বিজনেসের জন্য ফেসবুক মার্কেটিং করবো?
আপনি ফেসবুকে মার্কেটিং করতে চাইলে আমরা আপনাকে নিচের কাজ গুলি করে হেল্প করবো।
ফেসবুক এড তৈরি করে/ মেনেজ করে / অপটিমাইজেশন করে।
ফ্যান পেইজ ডিজাইন করে/ অপটিমাইজেশন করে। ডিজাইন করার জন্য নিচের ধাপ গুলি ফলো করবো।
- Set up your Page
- Identify your audience
- Create compelling content
- Advertise
- Measure and adjust
- টারগেটেড ফ্যান বৃদ্ধি করে।
- কাস্টম ট্যাব তৈরি করে।
- প্রতিদিন রিলিটেড কনটেন্ট (পিকচার, স্ট্যাটাস, ভিডিও) পোস্ট করে।
- কুইজ/ পোল/ গিভওয়ে / কন্টেস্ট দিয়ে।
- কুপন ম্যানেজমেন্ট করে।
- কাস্টম এপ্লিকেশন ডেভেলাপমেন্ট করে।
- রেপুটেশন মেনেজমেন্ট করে।
- Facebook এর মাধ্যমে আপনার ওয়েব সাইটের জন্য ট্রাফিক বৃদ্ধি করে।
- Facebook Marketing Strategy তৈরি করে দিয়ে।
- Brand and User Engagement Plan তৈরি করে দিয়ে।
- Facebook Advertisements সিস্টেমটা বুজিয়ে দিয়ে।
- আপনার বিজ্ঞাপন Analysis করে দিয়ে।
আমাদের সাথে যোগাযোগ করুন খুব ভালো মার্কেটিং সার্ভিস পেতে হলে।
এফ কমার্স অথবা ইকমারস বিজনেস আছে অথছ ফেসবুক প্রমোশন নিয়ে চিন্তিত নয়, এমন কাউকে আজকের দিনে খুজে পাওয়া ভার। আর ফেসবুক পেইজের এডমিন মানেই নানান ধরনের চিন্তা; কিভাবে বিজনেস প্রমোট করবেন, সেল বাড়াবেন, শেয়ার বাড়াবেন…… ইত্যাদি সকল চিন্তার অবসর ঘটানোর জন্য আজকে আপানদের কয়েকটি গুরুত্বপুর্ণ কিছু ফেসবুক মার্কেটিং টিপস দেয়া হলো। ফেসবুকে পন্যের প্রসার এখন বড় বড় সব কোম্পানীই করছে। পৃথিবীর সবচেয়ে বড় ব্র্যান্ড কোকাকোলা তাদের ১৭% কাস্টমার ফেসবুকের মাধ্যমে আনছে । তাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখন প্রতিটা ব্যাবসা প্রতিষ্ঠানের বিপননের অন্যতম অঙ্গ।