ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে ফিরে পাওয়ার উপায়
ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি? আপনি যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আজকের পোষ্টের মাধ্যমে এফবি পাসওয়ার্ড ভুলে গেলে কি কি করণীয় এবং কি কি পদক্ষেপ ধারণ করতে হবে সেগুলো বলার ট্রাই করব
আমরা জানি ফেসবুকে একটি জনপ্রিয় সোশাল যোগাযোগ মাধ্যম। আজকাল মুঠো ফোন আছে কিন্তু এফবি একাউন্ট নেই এইরকম মানুষ খুব কমই পাওয়া যাবে। সাম্প্রতিক সময়ে প্রত্যেক মোবাইল ব্যবহারকারীর একটা-না-একটা এফবি অ্যাকাউন্ট রয়েছে। আর আমাদের জরুরি ফেসবুক অ্যাকাউন্টগুলো সুরক্ষার জন্য আমরা বিভিন্নভাবে কঠিন কঠিন পাসওয়ার্ড ইউজ করে থাকি অনেকটা সময় আমরা ভুলে যাই। আবার অনেক ক্ষেত্রে আমাদের পাসওয়ার্ডের সুরক্ষার জন্য আমরা পাসওয়ার্ডগুলো কোন নোট খাতায় লিখে রাখি কিন্তু পরের তে সেগুলো খুজে পাইনা। যখন আমরা নিউ কোন যন্ত্র বা নতুন কোন ব্রাউজারে ফেসবুক লগইন করতে যাই তখন আমাদের পাসওয়ার্ড মনে থাকে না। ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি এক্ষেত্রে আসলে কি করা উচিত?
ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করনীয়
যদি কোন কারনে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড ভুলে যান তাহলে রিকভারি প্রসেস এর মাধ্যমে ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করা সম্ভব। এক্ষেত্রে ফেসবুক লগইন করার সময় Forgotten Password ক্লিক করে আপনার দেয়া নাম্বার বা ই-মেইল ব্যবহার করতে হবে।
শুরুতে ফেসবুক অ্যাপস বা ফেবু লাইট পক্ষান্তরে যে কোন ব্রাউজার থেকে facebook.com এ প্রবেশ করুন। অতঃপর লগইন করার অপশন পেয়ে যাবেন অথচ আপনাকে লগইন করার আগে ফরগট পাসওয়ার্ড এ ক্লিক করতে হবে। এর পরে আপনি আপনার আইডি খুঁজে পাওয়ার জন্য আপনার ফেসবুক আইডিতে ব্যবহার করা মোবাইল ফোন নাম্বার দিতে হবে ও Search ক্লিক করতে হবে।
যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কোন ইমেইল দিয়ে হলে থাকেন তাহলে search by your email address or name instead এ ক্লিক করুন । এখানে আপনার একাউন্টে খুঁজে পেতে হলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহার করা ইমেইল দিয়ে সার্চ করুন অথবা আপনার ফেসবুক একাউন্টের নাম দিয়ে সার্চ করুন।
অ্যাকাউন্ট সার্চ দেওয়ার প্রসেস শেষ হলে আপনি আপনার একাউন্টে খুঁজে পাবেন। এরপরে যদি আপনাকে আপনার ফেসবুক পাসওয়ার্ড দিতে বলা হয় তাহলে আপনি Try Another way ক্লিক করুন। অনেক সময় এটি নাও আসতে পারে।
পরের ধাপে আপনি আপনার একাউন্টের নাম প্রোফাইল ফটো ও আপনার ব্যবহার করা ফোন নাম্বার ও ইমেইল দেখতে পারবেন। যদি শুধু ফোন নাম্বার দিয়ে যদি ফেসবুক একাউন্ট খোলা থাকেন তাহলে কেবলমাত্র ফোন নাম্বার দেখতে পেয়ে যাবেন আর যদি শুধু ইমেইল বা জিমেইল দিয়ে দিয়ে এফবি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে শুধুমাত্র জিমেইল দেখতে পাবেন। আর যদি আপনার এফবি আইডিতে মোবাইল নাম্বার ও জিমেইল দুইটাই থাকে তাহলে দুটো অপশন দেখতে পেয়ে যাবেন আপনার ফোন নাম্বার এবং আপনার জিমেইল এর কিছু অংশ। এই যাত্রায় আপনি আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য কোডটি কিভাবে পেতে চান ? আপনার কাছে যে অপশনটি বেস্ট মনে হবে আপনি সেটা নির্ধারণ করে নিবেন ও continue ক্লিক করে দিবেন।
এরপরে আপনার কাছে ছয় অঙ্কের একটি রিকভারি কোড চাওয়া হবে যা আপনার ব্যবহার করা মোবাইল ফোন নাম্বার বা ইমেইলে ফেবু হতে পাঠানো হবে। সেটি প্রদান করার দ্বারা আপনি আপনার নিউ পাসওয়ার্ড দেওয়ার অপশন পেয়ে যাবেন । সেখানে new password ও confirm password একিই দিবেন , মনে রাখার চেষ্টা করবেন এখানে এমন কোন পাসওয়ার্ড দিবেন না যে পাসওয়ার্ডগুলো আপনি পূর্বে আপনার একাউন্টে ইউজ করেছেন।
ফেসবুক একাউন্টে ব্যবহার করা সিম কার্ড হারিয়ে গেলে করণীয়
অনেক সময় দেখা যায় আমাদের ব্যবহারকৃত ফেসবুক একাউন্টের মোবাইল নাম্বার টি আমাদের সাথে থাকে না বা সিমটি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় । এক্ষেত্রে আপনার যদি ফেসবুক একাউন্ট রিকভার এর অপশন শুধু মোবাইল নাম্বারে থাকে তাহলে আপনাকে যেকোন মূল্যে আপনার সিম সিম কার্ডটি নিকটস্থ সিম রেজিস্ট্রেশন পয়েন্ট থেকে উত্তোলন করে নিতে হবে। আর যদি আপনার সিম কার্ড এর পাশাপাশি জিমেইল ব্যবহার করা থাকে একাউন্টে তাহলে জিমেইল ব্যবহার করে আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারবেন অথবা জিমেইল ব্যবহার করে ফেসবুক একাউন্টে লগইন করতে পারবেন।
গুগোল একাউন্ট ব্যবহার করে লগইন করুন
আপনি যদি আপনার এফবি একাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন ও আপনার ফেবু অ্যাকাউন্টে যদি কোন একটি জিমেইল কানেক্ট করা থাকে তাহলে আপনি সেই আপনার জিমেইল আইডি লগইন করার দ্বারা আপনি আপনার এফবি পাসওয়ার্ড ফিরে পেতে পারেন।
এক্ষেত্রে আপনাকে ব্রাউজার থেকেই কাজটি করতে হবে। যেকোনো ব্রাউজার নির্ধারণ করে নিতে পারেন যেমন ক্রোম ব্রাউজার বেস্ট হবে। ক্রোম ব্রাউজার দিয়ে কাজ করার পুর্বে আপনার ইউজ করা এফবিতে জিমেইল আইডি আপনার ক্রোম ব্রাউজারে সাইনইন করে নিবেন। তাই https://accounts.google.com/servicelogin এই প্রবেশ করে আপনার জিমেইল এড্রেস এবং জিমেইলের পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিবেন।
এরপরে m.facebook.com এ প্রবেশ করুন। ও Forgotten Password ক্লিক করে অতীতের বিধান অনুযায়ী আপনার জিমেইল এড্রেস দিয়ে আইডি সার্চ করুন। এর পরে আপনি আপনার আইডির ইনফর্মেশন দেখতে পাবেন নিচের ছবির মত।
এখান থেকে Use My Google Account ক্লিক করুন। এরপরে আপনার লগইন করা গুগল একাউন্ট টি সিলেক্ট করে নিবেন এবং নতুন পাসওয়ার্ড প্রদান করবেন।
ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি । নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখার উপায়
অধিকাংশই প্রশ্ন করে থাকেন ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি ফেসবুক পাসওয়ার্ড দেখার কোন পদ্ধতি আছে কিনা? মূলত কথা হল আপনার ফেবু আইডি পাসওয়ার্ড এফবি কতৃপক্ষ ও জানে না। পাসওয়ার্ড খুবই সংবেদনশীল বিষয় সিকিউরিটির কথা বিবেচনা করে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ডটি মনে রাখার ট্রাই করবেন এবং সময় যেকোনো একটা নোট খাতায় নোট করে রাখবেন। তবে সবার অগোচরে,। এবার আসি খাঁটি পয়েন্ট নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখার উপায় কি? আসলে নিজের এফবি পাসওয়ার্ড দেখার কোন পদ্ধতি নাই ও ভবিষ্যতেও হবে না । অনেকেই মনে করেন ফেসবুক একাউন্ট সেটিং থেকে পাসওয়ার্ড অপশনে গিয়ে ফেবু পাসওয়ার্ড দেখা যায় এই ধারনাটি সম্পুর্ন ভুল। আপনি যদি আপনার এফবি ভুলে গিয়ে থাকেন তাহলে রিকভারি প্রসেসের মাধ্যমে আপনার ফেবু একাউন্টটি পুনরায় ফিরে পেতে পারেন।