ব্লগিং এর জন্য সেরা ৫ টি ওয়ার্ডপ্রেস থিম
নতুন ব্লগাররা ব্লগিং চালু করতে গেলে যে কয়েকটি কমন প্রবলেম ফেস করে থিম সিলেকশন হচ্ছে তার মধ্যে সেরা , অগণিত ক্যাটাগরির ওয়ার্ডপ্রেস থিম মার্কেটপ্লেসে এই মুহূর্তে রয়েছে এবং প্রত্যেকটি থিমের আবার মাল্টিপল অল্টারনেটিভ রয়েছে যার কারণে একজন নিউবি ব্লগারের কনফিউ জড হওয়াটা অস্বাভাবিক কয়েকটি না।
এই পোস্টে আজকের আমরা আলোচনা করবো সর্বসেরা ৫ টি ওয়ার্ডপ্রেস থিম নিয়ে যেগুলো ব্লগিং এর জন্য পারফেক্ট। চাইলে নিউ ব্লগাররা এই থিমগুলো দিয়ে অনায়াসে ব্লগিং শুরু করে দেওয়ার জন্য পারবে। এই থিমগুলো দীর্ঘদিন যাবত ইউজ করেছি এবং এখনো আমাদের কয়েকটি ওয়েবসাইটে এই থিমগুলো ইউজ হচ্ছে।
বেস্ট ৫ টি ওয়ার্ডপ্রেস ব্লগিং থিম
GeneratePress: জেনারেটপ্রেস হচ্ছে ব্লগ ওয়েবসাইটের জন্য লাইকের থিম । 60% ব্লগসাইটে আমরা Generatepress এর ফ্রি,পেইড উভয় ভার্সন ইউজ করে দেখেছি, এক কথায় অসাধরণ। এইজন্য আপনারা যারা ব্লগিং চালু করতে চাচ্ছেন যদি বরাদ্দ সমস্যা না থাকে তো জেনারেটপ্রেস এর পেইড ভার্সন দিয়ে শুরু করতে পারেন আর বরাদ্দ প্রবলেম থাকে তাহলে অসুবিধা নেই আপাতত ফ্রি ভার্সন দিয়েই চালু করুন।
Astra: আমাদের লাইকের লিস্টের ২য় নাম্বারে রয়েছে Astra থিম। মজার ব্যাপার হচ্ছে এই থিম দিয়ে শুধুমাত্র আপনার ব্লগ সাইট ই নয় যে কোন ধরণের সাইট মনের মাধুরি মিশিয়ে কাস্টমাইজ করার জন্য পারবেন। প্রচুর বড় বড় সাইট এই থিম প্রয়োগ করছে। Astra পেইড / ফ্রি উভয় ভার্সন ই রয়েছে আপনি যে কোন ভার্সন দিয়ে ব্লগিং চালু করে দেওয়ার জন্য পারেন।
JNews: যারা ব্লগের ডিজাইন নিয়ে একটু বেশি সচেতন তাঁরা JNews থিম চেষ্টা করে দেখতে পারেন। JNews প্রত্যেকটা ডিজাইন খুবই বেশ ভালো লাগে। কিন্তু প্রবলেম হচ্ছে JNews এর কোন ফ্রি ভার্সন নেই, এটা কেবল পেইড ভার্সন ই এভেইলেবেল। আপনার যদি বাজেট প্রবলেম না থাকে এবং আপনি যদি ডিজাইন ফোকাসর্ড হয়ে থাকেন তাহলে JNews আপনার জন্যই।
Newspaper: এডভান্স ফিচারর্স তার সাথে আই ক্যাচিং সব ডিজাইনের জন্য আপনি খবরের কাগজ থিম দিয়ে ব্লগিং শুরু করতে পারেন অথচ এটির কোন ফ্রি ভার্সন নেই।
Hestia: উপরে যে ৪ টা থিম রেকমেন্ড করলাম তার ১ম ২ টি এবং পরের ২ টি প্রায় সিমিলার ডিজাইন হলেও আজকাল ৫ নাম্বারে যে থিমটির কথা বলছি অর্থাৎ Hestia এটা একটু ভিন্ন রকম ডিজাইনের থিম। আপনি যদি চান অন্যদের মতো সেইম ডিজাইনের ব্লগসাইট না বানিয়ে একটু ভিন্নভাবে বানাতে তাহলে এটি আপনার জন্যই, Hestia ফ্রি / পেইড উভয় ভার্সন ই রয়েছে।