অনলাইন ইনকাম

অনলাইন ইনকাম করার অনেক গুলো মাধ্যম রয়েছে , যে ব্যবহার করে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। 

পেইড সার্ভের মাধ্যমে অনলাইনে ইনকাম করার উপায়

এমন অনেক ধরনের পেইড সার্ভে আছে, যেগুলো করে আপনি অনলাইন ইনকাম  করতে পারবেন। মূলত কোনো কোম্পানি থেকে তাদের প্রোডাক্ট নিয়ে মানুষের ফিডব্যাক কী, নতুন প্রোডাক্টে কী কী থাকা উচিত, এসব জানার জন্য সার্ভে করা হয়।   

এই কাজের জন্য আপনার মোবাইল বা কম্পিউটার হলেই চলবে। কিন্তু একটি পেইড আইপি লাগবেই, ফ্রি ভিপিএন দিয়ে বেশি দিন কাজ করতে পারবেন না।

অনলাইন সার্ভে করার কিছু জনপ্রিয় ওয়েবসাইট:

ওয়েবসাইট তৈরি করে অনলাইনে টাকা আয়

আজকাল বিভিন্ন  কাজে মানুষের ওয়েবসাইটের প্রয়োজন হয়। আপনি যদি ওয়েবসাইট তৈরি করতে পারেন তাহলে আপনার জন্য হতে পারে এটি  একটি  অনলাইনে ইনকাম করার বেস্ট উপায়। আপনি চাইলে ফ্রিল্যান্সার হিসেবে অন্যের জন্য ওয়েবসাইট তৈরি করে অনলাইন ইনকাম করতে পারেন, অথবা নিজে ওয়েবসাইট তৈরি করেও তা বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে ভালো ট্রাফিক যদি আপনার সাইটে  থাকে, তাহলে ওয়েবসাইটের দামও বেশি পাবেন।

এছাড়াও ওয়েবসাইটে গুগল এডস ব্যবহার করেও আপনি অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন। একটি সাধারণ ওয়েবসাইট বানাতে বেশি কিছু প্রয়োজন হয় না। শুধু ডোমেইন এবং হোস্টিং হলেই ওয়েবসাইট তৈরি করা সম্ভব। এরজন্য প্রথমে আপনাকে একটি হোস্টিং কিনতে হবে এবং একটি ডোমেইন রেজিস্ট্রেশন করে তারপর ওয়েবসাইট বানাতে হবে।

গুগল এডসেন্স থেকে অনলাইন ইনকাম 

ওয়েবসাইট বা ইউটিউব থেকে অনলাইনে টাকা ইনকাম করতে হলে প্রথমেই যে বিষয়টি চলে আসে সেটি হলো গুগল এডসেন্স ।

আপনার যদি একটি ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল থাকে, তখন সেই ইউটিউব চ্যানেল অথবা ব্লগের বিভিন্ন জায়গায় গুগল কর্তৃক এডসেন্সের বিজ্ঞাপন প্রদর্শিত হবে। আপনার সাইটের ভিজিটররা সেই বিজ্ঞাপনের ওপর ক্লিক করলে বিজ্ঞাপন থেকে আপনি একটি অংশ আয় করতে পারবেন।

গুগল এডসেন্স থেকে প্রতি ক্লিকে কত ইনকাম হয় এটাও নির্দিষ্ট নয়। তবে বিভিন্ন দেশ ভেদে প্রতি ক্লিক এর মূল্য $০.০১ ডলার থেকে শুরু করে $১০০ ডলার পর্যন্ত হয়ে থাকে। এটা নির্ভর করে আপনার কনটেন্ট কোয়ালিটি, কনটেন্টের ধরন এবং কান্ট্রি অনুযায়ী।

ওয়েবসাইট ও অ্যাপ টেস্টার হয়ে অনলাইনে ইনকাম

একটি ওয়েবসাইট বা অ্যাপ কেমন কাজ করছে, ভিজিটররা সঠিক সেবাটা পাচ্ছেন নাকি তা দেখার জন্য তৃতীয় পক্ষ হিসেবে একজন ওয়েবসাইট ও অ্যাপ টেস্টার কাজ করেন। আর এই ওয়েবসাইট ও অ্যাপ টেস্টিং করেও অনেকে  অনলাইন ইনকাম করে থাকেন।

অনেক ওয়েবসাইট ভিজিট করার সময় দেখা যায় লোড হতে সময় লাগছে, কিংবা অ্যাপটা ক্র‍্যাশ করছে। এসব ঘটনা হরহামেশাই ঘটে থাকে, যার কারণে টেস্টারদের চাহিদা অনেক। একজন ওয়েবসাইট বা অ্যাপ টেস্টার হিসেবে আপনার কাজ হবে এই দুটো যাতে ইউজারদের কাছে সহজলভ্য হয় সেদিকে খেয়াল রাখা। বেশিরভাগ ক্ষেত্রে এসব অনলাইন কাজ করে ঘন্টায় ১০-২০ ডলার আয় করা যায়। 

 ওয়েবসাইট ও অ্যাপ টেস্টার ওয়েবসাইট লিস্ট 

ওয়েবসাইট ও অ্যাপ টেস্টার হিসেবে কাজ করে টাকা ইনকাম করার কয়েকটি ওয়েবসাইট:

ছবি ও ফুটেজ বিক্রি করে অনলাইনে ইনকাম

আপনি যদি আপনার তোলা কোনো ছবি অনলাইনে বিক্রি করতে চান তাহলে তার জন্য বিদ্যমান রকমারি ইমেজ শেয়ারিং বা স্টক ইমেজ সাইট। এই সাইটগুলোতে আপনি আপনার ছবি বিক্রি করার জন্য আপলোড দিতে পারবেন। কিন্তু ফটোগুলো হতে হবে সুন্দর মানের, হ্যালো রেজুলেশনের।

এসব ওয়েবসাইটে কাজ করার জন্য চাইলে প্রথমেই আপনাকে সাইটে একাউন্ট খুলে আপনার তোলা পিকচার আপলোড করতে হবে। এরপর আপনার ছবির কোয়ালিটি, রেজুলেশন প্রভৃতি বিষয় যাচাই-বাছাই করে আপনার প্রোফাইলটি ঐ ওয়েবসাইটে অ্যাপ্রুভ দেওয়া হবে।

প্রোফাইল অ্যাপ্রুভ পাওয়ার পর আপনি সেখানে আপনার তোলা ফটো আপলোড করতে পারবেন। কিন্তু কর্তৃপক্ষ শুরুতে আপনার আপলোড করা প্রত্যেকটি ছবিকে যাচাই করবে, তারপরেই পিকচারগুলো আপলোড হবে তার সাথে সবাই আপনার ফটো দেখতে পারবে।

ছবির মাধ্যমে কয়েকটি টাকা ইনকাম করার ওয়েবসাইট:

অনেক বড় বড় কোম্পানি আছে যাদের বিভিন্ন কারণে নানান ছবির দরকার হয়। তখন তারা এসব মার্কেটপ্লেস থেকে ছবি কিনে নিয়ে তাদের কাজে ব্যবহার করে। 

সাধারণত এই ওয়েবসাইটগুলো প্রতি সেলের জন্য ফটোগ্রাফারদের ৩০-৭০% কমিশন দিয়ে থাকে।

ডোমেইন নেম বেচা-কেনার মাধ্যমে অনলাইন ইনকাম

ডোমেইন ফ্লিপিং হলো অনলাইনে টাকা ইনকাম করার একটি জনপ্রিয় উপায় । অর্থাৎ একটি ডোমেইন নেম কিনে সেটিকে বেশি দামে বিক্রি করা।

প্রথমে আপনাকে ডোমেইন নেম সম্পর্কে ভালোভাবে গবেষণা করতে হবে। কোন ধরনের ডোমেইন নেম-এর চাহিদা ও দাম বেশি সেগুলো জানতে হবে। এরপর আপনাকে একটি ডোমেইন নেম কিনে নিতে হবে। খুব আকর্ষণীয় এবং অর্থবহ কিছু নামের ডোমেইন কিনে রাখতে হবে। তবে এক্সপায়ারড হয়ে যাওয়া ডোমেইন নেম কেনাই বেশি লাভজনক।

আপনি চাইলে ডোমেইন নেমটি দ্রুত বিক্রি করে ফেলতে পারেন, আবার অনেকদিন এটাকে নিজের কাছে রাখতেও পারেন। 

ডোমেইন বেচা-কেনার মার্কেটপ্লেস:

মেটা অ্যাডস ম্যানেজারে একটি বন্ধ এডস অ্যাকাউন্ট সক্রিয় করুন