রিটার্ন পলিসি

সর্বশেষ আপডেট ২১ আগস্ট ২০২২ইং 

যে সকল কারনে রিটার্ন এবং রিফান্ড করতে পারবেন:

(এই চুক্তিতে “আপনি” বা “আমরা (GazipurIT)” উভয়েই সম্মত থাকবো)

  1. GazipurIT কোন সেবা প্রদানে বিলম্বিত হলে। 
  2. অর্ডার করার পর ভুলবশত মনে হলে।
  3. রিফান্ড ফি দিয়ে অর্ডার বাতিল করা যাবে।
  4. ফেসবুক/গুগল ইত্যাদি থেকে ব্যান হলে।

রিফান্ড গ্রহণ যোগ্য নয় যে কারনেঃ 

  1. এককালিন সার্ভিস রিফান্ড/রিটার্ন এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না।
  2. ক্যাম্পেইন চালু হয়ে যাবার পর। (সেক্ষেত্রে সেটাপ ফি দিয়ে ক্যাম্পেইন বাতিল করা যাবে)
  3. রিফান্ডের গ্রহণযোগ্য কারন না থাকলে। 
  4. রিচ,ইম্প্রেশন,মেসেজ না হলে। 
আপনার অর্ডার বাতিল করার অধিকারঃ

আপনি চাইলে আপনার অর্ডার টি বাতিল করতে পারবেন, তবে সেটি হতে হবে ১ দিনের ভিতরে।

একটি অর্ডার বাতিল করার সময়সীমা হল , আপনি যে তারিখ থেকে কোনো সার্ভিস বা প্রোডাক্ট অর্ডার করেছেন তার ১ দিনের ভিতরে আমাদের জানাতে হবে। রিফান্ড এর জন্য ট্রানজেকশন ফি পরিশোধ করে রিফান্ড নিতে হবে।

আপনার সার্ভিস বা প্রোডাক্টটি বাতিল করার অধিকার প্রয়োগ করার জন্য, আপনাকে অবশ্যই একটি স্পষ্ট বিবৃতির মাধ্যমে আপনার সিদ্ধান্ত সম্পর্কে আমাদের জানাতে হবে।

  1. আমাদের ইমেইল : [email protected]
  2. আমাদের ওয়েবসাইট : https://gazipurit.com/

আরো বিস্তারিত জিজ্ঞাসা থাকলে সরাসরি হোয়াটস এপ/ফেসবুকে মেসেজ করুন।