ফেসবুক গ্রুপ বড় করার উপায় ,সাম্প্রতিক সময়ে নিজের ব্যবসা-বাণিজ্যের জন্য ফেসবুক আইডি বা পেইজ এর যেকোন পোষ্ট বা স্বীয় ভিডিও জনপ্রিয় করে তুলতে ফেসবুক গ্রুপ এর জুড়ি নেই। নিজেকে সামাজিক মিডিয়ায় অন্য ভাবে পাবলিশ করার জন্য অনেকেফেসবুক গ্রুপে তার নিজস্বতা শেয়ার করে। এছাড়াও বিনোদনের ক্ষেত্রে, সংবাদ দেখতে, আকর্ষনীয় ভিডিও বা পোস্ট দেখার জন্য মানুষ প্রতিনিয়ত বিভিন্ন ক্যটগরির ফেইসবুক গ্রুপে যুক্ত হচ্ছে।
টাইম যখন এভাবে যাচ্ছে সেই সময় অধিকাংশই ভাবছে নিজের একটা গ্রুপ থাকার কতটুকু প্রয়োজন। আর এই এ চিন্তাধারা অব্যহত রেখে মানুষ ক্রিয়েট করতেছে ফেসবুক গ্রুপ। কিন্তু প্রশ্ন হলো গ্রুপ তো খুললাম! কিভাবে ফেসবুক গ্রুপে বেশি মেম্বার বাড়াবো? বা ফেসবুক গ্রুপ বিশাল করার উপায়? আজকের পোস্টে কিছু উপায় শেয়ার করবো এবং একদম শেষে ১টি স্পেশাল ট্রিক্স যেটা দিয়ে অতিশয় অল্প সময়ে গ্রুপে অধিক সদস্য কেমনে এড করবেন সেটা শিখাবো৷
ফেসবুক গ্রুপে অধিক মেম্বার বাড়নোর জন্য অধিকাংশই বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন৷ দীর্ঘ সময় ঘাটাঘাটি করেও অনেকে মেম্বার বাড়াতে পারছে না৷ এর কিছু কারন হতে পারে ফেসবুক গ্রুপ একটিভিটি- Activity কম হওয়া। এফবি গ্রুপ সুবিশাল করার জন্য গ্রুপে নিয়মিত পোস্ট, মেম্বার ইনভাউট, কমেন্টে অন্যদের মেনশন করতে হবে। তাহলেই সহযেই অধিক মেম্বার বাড়ানো সম্ভব।
১.ফেসবুক গ্রুপ স্টাইলিশ নাম।
প্রথমত প্রয়োজন পরবে আপনি কোন ক্যটগরির গ্রুপ চালাতে চাচ্ছেন? সেই ক্যটগরির ভিত্তিতে বেশ ভালো একটা নাম সেট করুন যাতে ফেসবুক ব্যাবহারকারিরা অতিশয় সহযে সার্চ দ্বারা আপনার গ্রুপে যুক্ত রিকোয়েস্ট দিতে পারে, পক্ষান্তরে ফেসবুক সাজেস্টের মাধ্যমে আপনার গ্রুপে যুক্ত রিকয়েস্ট দিতে কৌতুহল হয়ে যায় উদাহরণসরূপ বিজ্ঞান প্রিয় পরিবার।।
২. ফেসবুক গ্রুপ আনলিমিটেড মেম্বার ইনভাইট
এই পদ্ধতিটা বহু সময় সাপেক্ষ এবং যন্ত্রণা কর হলেও বর্তমান সময়ে এই উপায় ব্যতীত একটা নতুন গ্রুপকে বড় করে তোলা প্রচণ্ড একটা অসম্ভবনীয়, আগেরকাট দিনে নব গ্রুপে যে কাউকে এড করা যেত অথচ ফেসবুকের নতুন রুলস অনুযায়ী প্রত্যেকের সম্মতি ক্রমে গ্রুপে এড দিতে হবে, অর্তাৎ প্রত্যেক্যে আমন্ত্রন দেয়া লাগবে৷ কিন্তু দিন দিন সদস্য ইনভাইট করলে গ্রুপে সদস্য বাড়বেই।
৩. ফেসবুক গ্রুপ সেটিং
অবশ্যই আপনার গ্রুপের প্রাইভেসি পাবলিক করে রাখবেন৷ আর একটা গ্রুপকে ফেসবুক তখনই ইউজারদের নিকট বেশি সাজেস্ট করে যখন এটাতে ভালো করে ট্যাগ বসানো হয়৷ ট্যাগ বসানোর জন্য এডমিন একাউন্ট হতে গ্রুপ সেটিং থেকে ট্যাগ অপশনে নির্ধারণ করে গ্রুপ ক্যাটগরি অনুযায়ী ট্যাগ দিবেন
৪. গ্রুপে মডারেটর নিয়োগ ।
ফেসবুক সমাজ রুলস জানে, ও প্রতিনিয়ত পোস্ট করে এমন কয়েকটি লোকদের মডারেটরর দায়ীত্ব দিন। কিন্তু আমি সাজেস্ট করবো মেয়েদেরকে মডারেটর করার জন্য কারন অধিকাংশ মানুষ মেয়েদের পোস্টের প্রতি কোতুহলি হয়ে যায় এবং তারা তাদের পোস্টে রিয়াকশন, কমেন্টে অন্যান্যদের মেনশন করে৷ একারণে ফাস্ট গ্রুপ সুবিশাল করার লক্ষে মডারেটর নিয়োগ পোস্ট দিন গ্রুপ পোস্টে। ও মডারেটর রুলস ও ফেসবুক গ্রুপ মেম্বার রলস জানিয়ে তাদেরকে দায়ীত্ব দিন৷
এডমিন বা মডারেটর রুলসঃ
নিয়মিত পোস্ট দেয়া
পোস্ট এপ্রোভ করা
মেম্বার ইনভাইট দেয়া।
কাটা ছেড়া/মৃত/জঘন্য/১৮+ পোস্ট এপ্রোভ না করা৷ কেউ করলে ব্যান করে দেয়া
গ্রুপের পাসওয়ার্ড পোস্টে ১টি আকর্ষনীয় ভিডিও বা ইমেজ রাখা।
সুন্দর ডিসক্রিপশন ব্যাবহার
গ্রুপের পোস্ট গুলে নানারকম ফ্রেন্ডদের ইনবক্সে শেয়ার করা
আরো পড়তে পারেনঃ
ফেসবুক গ্রুপ এডমিন ও মডারেটর রুলস এবং তাদের কাজ
ফেসবুক পেজ কি? ফেসবুক পেজ খোলার উপায়
৫, গ্রুপে নিয়মিত ভিডিও পোস্টঃ
বর্তমান সময়ে যেসব ভিডিও ব্যক্তি অধিক দেখে সেইসব ভিডিও গ্রুপে দিন দিন পোস্ট করতে পারেন৷ হতে পারে কোন ট্রেন্ডিং টপিক থেকে পারে কোন Funny ভিডিও। আর এইসব ভিডিও ফেসবুক এলগরদিম নিজেই অন্যান্যদের নিকট সাজেস্ট করে যারা গ্রুপের সদস্য ও নয়৷ আর এভাবে অনেকের নিকট ভিডিও পৌছানোয় অনেকেই গ্রুপে জয়েন হবে।
৬, বোনাস ফেসবুক গ্রুপ টিপস
এতক্ষন যা শেয়ার করলাম সেটি হলো ব্যাসিক কয়েকটি টিপস। যেটা মোটামুটি আপনারফেসবুক গ্রুপকে বেশি গ্রো করতে হেল্প করবে। বোনাস হিসেবে কতিপয় এডভান্স ও প্রো লেভেেল ফেসবুক গ্রুপ টিপস জেনে নিন। যেটা আরো আরো হেল্প করবে আপনাকে গ্রুপ সুবিশাল করার জন্য।
1.পোস্ট কমেন্ট মেনশন
আপনার গ্রুপের রেগুলার একটিভিটি চাই পরে তাহলে রেগুলার পোস্ট করার একসাথে কমেন্ট বক্সে আপনার বন্ধুদের মেনশন দিবেন। ও ওই সমস্ত মিমি – Facebool Memes Template পোস্ট করুন যেখানে @ Mention Your 1st পার্সন এভাবে লেখা থাকে ও অধিকাংশ ক্ষেত্রে নোটিশ যায় যখন আপনি বা আপনার গ্রুপের সদস্য রা পোস্টে অন্যঅন্যা বন্ধুদের মেনশন করবে মজার ছলে সেই সময় তারা রিপ্লে দেওয়ার জন্য গেলে আগে গ্রুপে জয়েন থেকে হবে। এভাবে সহযে গ্রুপে মেম্বার বাড়াতে পারবেন।
2.ফেসবুক গ্রুপ পিকচার কন্টেস্ট
নিয়মিত ১টি সময় ধরে গ্রুপে পিকচার কন্টেস্ট এর আয়োজন করুন। উদাহরণসরূপ প্রত্যেক মাস শেষে, না হোক ৬ মাস করে৷ না হোক বছর শেষে ১টি বা দুটি করে ছবি প্রতিযোগিতার মঞ্চ প্রস্তুত করুন গ্রুপকে নিয়ে। এতে করে যে বা যারা গ্রুপে প্রতিযোগিতায় অংশগ্রগন করবে তারাও তাদের ফ্রেন্ডদের উৎসাহিত করবে গ্রুপে কন্টেস্টে অংশগ্রহন করতে। একবার যদি কেউ এ প্রতিযোগিতায় অংশ নেয় তাহলে সে তার ফ্রেন্ডদের মাঝে তার ফটোর পোস্ট লিংক শেয়ার করবে তাদের ফ্রেন্ডদের মাঝে ভোট চাওয়ার জন্য৷ আর যারা তাকে ইলেকশন দিতে আসবে নিশ্চয়ই তাদের গ্রুপে জয়েন হওয়া বাধ্যতামুলক। এইভাবেও সহযে বেশি মেম্বার্স এড করতে পারবেন
এবার আসি মুল ও স্পেশাল ট্রিক্স এ। আমার নোটিশ মতে সাম্প্রতিক সময়ে কতিপয় কিছু নামে গ্রুপ প্রচণ্ড অল্প টাইমে বেশি মেম্বার গেইন করতেছে উদাহরণসরূপ কোন মেয়েদের নামে এফবি গ্রুপ, আপনি সার্চ করে দেখতে পারেন মেয়েদের নামে এফবিতে অগণিত গ্রুপ রয়েছে।আর আগেই বলেছি মেয়েদের প্রতি সবার প্রবণতা একটু বেশিই থাকে আর অন্যদিকে কোন মিডিয়া বা সংবাদপত্রের নাম বা কোন সেলিব্রেটির ভক্ত ক্লাগ নামে অসংখ্য গ্রুপ রয়েছে৷ আর খবর শুনতে কার না সুন্দর লাগে। অধিকাংশ ব্যক্তি স্ব ইচ্ছায় সংবাদ পত্রিকার গ্রুপে জয়েন রিকয়েস্ট দিবেই আর এতে আপনাকে যন্ত্রণা করে কাউকে ইনভাইট দেওয়ার জন্য হবে না৷ (যদিও শুরুর দিকে ইনভাইট দিতে হবে) এভাবে যখন মেম্বারের একটি মাইলফলক হবে তখন আপনি গ্রুপের নাম পরিবর্তন করে ইচ্ছামাফিক নাম দিয়ে গ্রপ চালাতে পারেন৷