গ্রীন ভিউ গলফ রিসোর্ট নামটি দেখেই বুঝতে পারছেন আপনি যদি ট্যুরে গলফ খেলতে পছন্দ করেন তাহলে এই রিসোর্ট আপনার প্রথম পছন্দ হতে পারে। গলফ খেলার জন্য এখানে রয়েছে বিশাল গলফ কোর্স। বাংলাদেশের সকল রিসোর্ট গুলোর ভিতরে গ্রীন ভিউ গলফ রিসোর্ট প্রথম সারির রিসোর্টগুলোর মধ্যে একটি। যা চারদিক সবুজে সাজানো গোছানো একটি  রিসোর্ট । পরিবারকে নিয়ে  অবকাশ যাপন ও যে কোনো কর্পোরেট অনুষ্ঠানের জন্য নিশ্চিন্তে বেছে নিতে পারেন এই রিসোর্টটি।

কি কি পাবেন

এখানে ভিলা ও সুইট রুম আছে ছয় ধরণের । বেশ খোলামেলা রুমগুলো । প্রচুর আলো-বাতাস ভিতরে চলাচলের পাশাপাশি প্রতিটি রুমে আধুনিক সকল ব্যবস্থা রাখা হয়েছে । মন চাইলেই গলফ খেলতে পারবেন, ব্যাডমিন্টন, টেবিলটেনিস। সাইকেল ও হাঁটার ট্র্যাক আছে আলাদা আলাদা ।  রিসোর্টে রয়েছে উন্নতমানের  আন্তর্জাতিক মানের দেশি বিদেশী নানা খাবার। আছে কনফারেন্স রুম, গ্র্যান্ড হল ও মালঞ্চ। যেখানে বিভিন্ন কর্পোরেট ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন।

কেমন খরচ

মানভেদে ভিলা ও সুইট রুমে রাত্রিযাপনে খরচ পড়বে ৯,৮০০-২০,০০০ টাকা পর্যন্ত। 

কিভাবে যাবেন

ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে ময়মনসিংহ সড়ক ধরে মাওনার আগে গড়গড়িয়া মাস্টারবাড়ি নেমে যাবেন। সেখান থেকে হাতের ডানের সড়ক ধরে তিন কিলোমিটার গেলেই গ্রীন ভিউ গলফ রিসোর্ট।

ফোনঃ +৮৮ ০৯৬১৪৭৩৩৬৮৪ ওয়েবসাইটঃ http://www.greenviewgolfresort.com/Home/

নুহাশ পল্লী ভ্রমণ গাইড