ব্র্যাক সিডিএম আন্তর্জাতিক মানের রিসোর্টটি অবস্থিত রয়েছে গাজীপুরের ভাওয়াল বন এলাকায়। বিশাল সবুজ ঘাসের মাঠ, চারদিকে শালবন আর পাখির কলরব এতটাই মাতিয়ে রাখে যে এখান থেকে বের হবার ইচ্ছেই করবেন । রিসোর্টে পাবেন আন্তর্জাতিক মানের বেবস্থা ও সেবা, এই রিসোর্টের সবুজ সুন্দর বিদেশী অতিথি দেরকে আকর্ষণ । রিসোর্টের স্থাপত্য নকশা ভবনগুলো আপনাকে মুগ্ধ করবে। হানিমুন কাটানোর জন্য একটি আদর্শ জায়গা হতে পারে এই রিসোর্ট।
কি কি পাবেন
রিসোর্টের বহুতল ভবনে রয়েছে ১৫৬টি বিভিন্ন শ্রেণির কক্ষ। এখানে রয়েছে পুরুষ ও নারীদের জন্য রয়েছে আলাদা জিম সুইমিং পুল, , সাইক্লিং ট্র্যাক, নৌকায় ঘোরা ও খেলাধুলার নানা আয়োজন। আছে ব্যাংকোয়েট হল, অডিটোরিয়াম, মিটিং রুমের ব্যবস্থা। কর্পোরেট বা সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে এই ব্র্যাক সিডিএম রিসোর্ট একসাথে ৫,০০০ মানুষের আয়োজন করতে সক্ষম ।
কেমন খরচ
শ্রেনিভেদে ডিলাক্স টুইন থেকে প্রিমিয়াম সুইট পর্যন্ত ভাড়া পড়বে ৭,০০০-১৬,০০০ টাকা পর্যন্ত।
কিভাবে যাবেন
ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে ময়মনসিংহ সড়ক ধরে ভাওয়াল জাতীয় উদ্যানের অবারিত স্বাধীনতা চৌরাস্তায় থামবেন। চৌরাস্তা থেকে হাতের বামের রাস্তায় এক কিলোমিটার গেলেই পেয়ে যাবেন ব্র্যাক সিডিএম রিসোর্ট।
ফোনঃ +৮৮০১৭৮৭৬৮০৮৫৮, +৮৮০১৭৮৭৬৮০৯২৬ ওয়েবসাইটঃ http://braccdm.com/rajendrapur/