ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট খুঁজছেন? বর্তমান সময়ে আপনি যে ব্যবসাই করেননা কেন এতে সফল হতে হলে আপনাকে অবশ্যই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটা ভালো জ্ঞান থাকতে হবে। কেননা মার্কেটিং হচ্ছে একটি ব্যবসায়ের সফলতার মেরুদন্ড।
আমাদের আছে গুগুল সার্টিফাইড ডিজিটাল মার্কেটার ।
আমাদের ডিজিটাল মার্কেটিং-এর ডেডিকেটেড মার্কেটিং টিম আছে, আমরা ডিজিটাল মার্কেটিং-এর এসইও, এসএমএম, ইমেইল মার্কেটিং, বিজনেস পেজ সেটআপ, ফেসবুক এডস, গুগল এডস ইত্যাদি সেবা দিয়ে থাকি। আমরাই হতে পারি আপনার বিশ্বস্ত পার্টনার।
ডিজিটাল মার্কেটিং সার্ভিস কি? কেন করবেন?
ডিজিটাল মার্কেটিং আপনার সফলতার গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়াতে পারে।
ডিজিটাল মার্কেটিং হলো আধুনিক গণমাধ্যম ও মডার্ন টেকনোলজি কে ইউজ করে অনলাইন/ইন্টারনেট এর মাধ্যমে পণ্য বা সেবার বিক্রয় কাজ পরিচালনা করা।
পুরোনো প্রচার এর প্রক্রিয়া ব্যবহার করে আমরা আমাদের product বা service অধিক লোকেদের নিকট মার্কেটিং বা প্রচার করতে পারিনা। এখানেই কাজে আসে Digital marketing এর। আধুনিক মার্কেটিং যাহার দ্বারা আমরা যেকোনো প্রোডাক্ট বা পরিসেবা কক্ষে বসেই কিছু টাইমের ভিতরে লক্ষ লক্ষ লোকেদের নিকট মার্কেটিং বা মার্কেটিং করতে পারি। ডিজিটাল প্রচার এর মাধ্যমে প্রচুর পর্যাপ্ত ছাড় খরচে “লক্ষ্যবস্তু কাস্টমার” (targeted customer) পেয়ে যেতে পারবেন।
আপনি কেন ডিজিটাল মার্কেটিং পরিসেবা ব্যবহার করবেন এর সর্বাপেক্ষা জবাব হল আপনার প্রতিযোগী ব্যবসায়ী ডিজিটাল মার্কেটিং করছে। আমাদের দেশে হোক বা আন্তর্জাতিক, ডিজিটাল মার্কেটিং এর ব্যবহার দেখতে পারবেন সব ক্ষেত্রে। আজ আমাদের রাষ্ট্রের অত্যন্ত ছোট একজন ব্যবসায়ী তার পণ্য ফেসবুক পেইজের দ্বারা মার্কেটিং করছে। ঠিক তেমনি সুবিশাল বৃহৎ কোম্পানীগুলো ডিজিটাল মার্কেটিং এর জন্য প্রফেশনাল আধুনিক মার্কেটার নিয়োগ দিচ্ছে, ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজিস্ট এর পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। আপনি কি জন্য করবেন না? আপনি যদি ডিজিটাল মার্কেটিং না করেন তাহলে কাস্টমারের একটি সুবিশাল অংশ আপনার পণ্য এবং ব্রান্ড সম্পর্কে জানতে পারবেন না। সেই সময় এ সুযোগটি আপনার কম্পিটিটর গ্রহন করে নিবে।