ডোমেইন কেনার আগে বশ্যই চেক করে নিবেন, আপনার ওয়েবসাইটের ডোমেইন নেমটি যাচাই বাছাই করে রাখতে হবে। তা না হলে আপনার প্রিয় ডোমেইন এবং টাকা দুটাই জলে যাবে।
কিভাবে ডোমেইন নেম সিলেক্ট করবেন? ডোমেইন কিনবেন কোথায় থেকে? এইসব নিয়ে আমরা ইতিমধ্যে পূর্বের পোস্টগুলোতে আলোচনা করেছি তাই । আপনি যে কোম্পানী থেকেই ডোমেইন রেজিট্রেশন করেন না কেন এই পোস্টে দেখোনো প্রসেস সব জায়গাতেই কাজে লাগবে। তো চলুন প্রসেস গুলো দেখে নেয়া যাক।
ডোমেইন এর History চেক করুন
আপনি যে ডোমেইন টি কিনবেন ভাবছেন সেটি পূর্বে কেউ কিনেছিলো কিনা সেই History চেক করে নিতে হবে প্রথমে। আপনি এটি চেক করার জন্য ইন্টারনেট এ অনেক ওয়েবসাইট আছে তেমন একটি হচ্ছে: https://whoisrequest.com/history/ এখানে গিয়ে আপনার ডোমেইন নেম টি টাইপ করুন এবং Get History বাটনে ক্লিক করুন।
পূর্বে ডোমেইনটি কি কাজে ব্যবহার করা হয়েছিলো চেক করে দেখুন
https://archive.org/ থেকে পূর্বে ডোমেইনটি কি ধরণের ওয়েবসাইট ছিলো সেটা এখন থেকে চেক করে নিন। যদি ইলিগ্যাল, হার্মফুল বা এডাল্ট কোন ধরণের ওয়েবসাইট হয়ে থাকে তাহলে ওই ডোমেইন টি নেয়া থেকে বিরত থাকুন।
ফেসবুক ডোমেইন ব্লক চেক করুন
https://developers.facebook.com/tools/debug/ এখান থেকে আপনার ডোমেইন নেমটি দিয়ে Debug করে দেখুন ফেসবুকে ডোমেইনটি ব্লক আছে কিনা।
যদি ব্লক না থাকে তাহলে এমন দেখাবে, অর্থাৎ সব ঠিক আছে।
তাহলে এমনটি শো করবে যদি ব্লক থাকে, ফেসবুকে ব্লক থাকলে আপনার ওয়েবসাইট ফেসবুকে শেয়ার করতে পারবেন না। তাই ব্লক ডোমেইন নেয়া থেকে বিরত থাকুন।
এডসেন্স ব্লক আছে কিনা চেক করুন
যদি ব্যান না থাকে তাহলে এমনটি দেখাবে।
ট্রেডমার্ক চেক করে নিন
কোন Country তে ট্রেডমার্ক চেক করবেন তা সিলেক্ট করে দিবেন, যেমন আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিয়েছিলাম ট্রেডমার্ক যুক্ত না থাকলে এমন টি শো করবে।