ফেসবুক পেজ কিভাবে চালাতে হয় তা আজকের পোস্টে স্তরে স্তরে জানবেন এবং ফুলফিল গাইডলাইন পাবেন। ফেবু পেজ চালানোর নিয়ম ফেসবুক নিজে সিলেক্ট করে দিয়েছে। যেসব আইন আইন মানলে আপনার পেজটি অধিক রিচ পাবে, আপনার যদি এফ-কমার্স পেজ হয় তাহলে কেমন করে সেল বাড়াতে পারবেন এবং ফেবু পেজের যাবতীয় ফিচার সম্পর্কে আলোচনা করব।

ফেসবুক পেজ কেমনে চালাতে হয় পোস্ট টি কাদের জন্য চলুন দেখে নিই

আপনার যদি এফবিতে কোন পেইজ থাকে

আপনি যদি এফবি পেজ খুলে এফ-কমার্স বিজনেজ করেন

আপনার ব্যবসার জন্য ফেসবুক পেজে অনলাইন প্রেজেন্স বাড়াতে চান

আপনি যদি আপনার ব্যবসার জন্য কোন ফেসবুক পেজ ম্যানেজার বা ডিজিটাল মার্কেটার নিয়োগ করতে চান

আপনি যদি ফেসবুক পেজ ম্যানেজার বা বিজনেস ম্যানেজার হিসেবে কোন কোম্পানিতে চাকরি করতে চান

অনলাইনে ইনকাম বা ফ্রিল্যান্সিং করতে চান

এর মধ্যে যেকোন একটি যদি আপনার সাথে মিলে, তাহলে পোস্ট টি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফেসবুক পেজ চালানোর বিধান যদি আপনি পরিষ্কারভাবে শিখে ফেলতে পারেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং করে টাকা  করতে পারবেন।

আপনি যদি ২০১৪ বা তার আগে হতে ফেসবুক ব্যবহার করে থাকেন তাহলে ফেবুর আপডেট সম্মন্ধে আপনার স্পষ্ট আন্দাজ থাকবে। তাছাড়া, নিশ্চয়ই বুঝতে পারছেন ফেসবুক প্রতিনিয়ত কতটা আপডেট হচ্ছে। অধুনা অসংখ্য বিজনেজ দেখা যাচ্ছে শুধুমাত্র ফেসবুক পেজের ওপর বেজ করে চলছে।

ফেসবুক পেজ কেমনে চালাতে হয় আমাদের নিকট অধিকাংশই এই প্রশ্নটি করেছেন। আরো কয়েকটি সাধারণ প্রশ্ন পেয়েছি, আমি বুস্ট করে প্রথমে ভাল ফলাফল পেতাম সম্প্রতি পাচ্ছি না, ঠিকমত রিচ হলো না, বুস্টিং এর ব্যয় বহু দিয়েও কাজ হলো না, সেল করতে পারছি না কি করব?

আমরা তাদের সবাইকে বিভিন্নভাবে বিপদের সমাধান দিয়েছি। সবার ক্ষেত্রেই দেখা গেছে ফেবুর নতুন নব এলগরিদমের আপডেটের কারণে ও এফবি পেজ চালানোর নিয়ম, যেটা ফেসবুক সিলেক্ট করে দিয়েছে, নির্ভুল ভাবে না জানার কারণে তাদের সমস্যা গুলো দেখা দিয়েছে। অধুনা আপনি সবকিছু সম্পর্কে পরিপূর্ণ ভাবে জানতে পারবেন। তাহলে চলুন জেনে নিই

এফবি পেজ কিভাবে চালাতে হয়

প্রথমে আমরা এফবির পেইজ নীতিমালা সম্মন্ধে জানব। তার আগে আমি অন্য কোনো গুরুত্বপূর্ণ পোস্ট লিখেছি কিভাবে ফেবু পেজ খুলতে হয় তা নিয়ে। এটা আপনাকে নিশ্চয়ই দেখে নিতে হবে। যদি আপনার অলরেডি পেইজ থাকে তাহলে অবশ্যই এই গাইডলাইন গুলো মেনে আপনার পেইজটি ক্লিয়ারভাবে অপটিমাইজ করে নিতে হবে।

ফেসবুক পেজ স্পেসিফিক পলিসি

জব পলিসি এবং ইভেন্ট পলিসি অবশ্যই এই লিংকে দেখে নিন

https://www.facebook.com/policies/pages_groups_events/

ফেবু পেজে কতিপয় বিষয় পোস্ট করা অবৈধ। যেমন, ইস্যু, নির্বাচন এবং পলিটিক্স। এই তিন প্রকারের বিষয়ে আপনি  পোস্ট করবেন না বা কোনো সময়েই ক্যাম্পেইন রান করতে পারবেন না। যদি করেন তাহলে আপনার এড একাউন্ট ব্লক করে দেয়া হবে।

প্রতিযোগী এনালাইস

ফেসবুক এড লাইব্রেরির মাধ্যমে আপনি অত্যন্ত ইজিলি আপনার প্রতিযোগী বিশ্লেষণ করতে পারবেন। আপনার কম্পিটিটর কোন ধরণের বিষয় নিয়ে কাজ করছে তা আপনি এড লাইব্রেরি থেকে বুঝে নিতে পারবেন। তাই নিচের লিংকে গিয়ে আপনার কম্পিটিটরের পেইজের নাম লিখে সার্চ করুন। সকল ইনফরমেশন পেয়ে যাবেন।

https://www.facebook.com/ads/library

আপনার পেজের অর্গানিক রিচ সঠিক রাখতে কয়েকটি নিয়ম মেনে পোস্ট করতে হবে। একারণে ফেবুর সুনির্দিষ্ট পোস্ট পঞ্জিকা আছে। চলুন দেখে নিই

ফেসবুক কন্টেন্ট ক্যালেন্ডার

এই বিষয় টা মনে রাখা আপনার জন্য খুবই ইম্পোর্ট্যান্ট। সবসময় মনে রাখতে হবে আপনি যদি মঙ্গলবার দিন কোন পোস্ট করেন তাহলে আপনি একদমই রিচ পাবেন না। রিজন  ফেসবুক প্রতি সপ্তাহের সোমবার দিন তাদের সার্ভার আপডেট করে থাকে।

আপনি যদি বৃহস্পতিবার বা রবিবারে কোন পোস্ট করেন তাহলে সবচেয়ে অধিক রিচ পাবেন। আর আপনার পোস্ট করতে হবে সন্ধ্যা ৭টা হতে রাত ৯টার মধ্যে। তাহলে সবচেয়ে অধিক পরিমাণে রিচ পাবেন। আবার আপনি যদি আজকে একটি পোস্ট করে ঘুমিয়ে যান, ১মাস পরে আবার পোস্ট করেন, তাহলে দেখবেন রিচ একেবারেই  গেছে।

তাই আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে। প্রতি সপ্তাহে অন্তত দুইটি বা একটা পোস্ট করতেই হবে। এইজন্য আপনি অবশ্যই নিজের মত করে একটি পোস্ট ক্যালেন্ডার তৈরি করে নিন।

পোস্ট করার নিয়ম

আমার অতীতের পোস্টে প্র্যাকটিক্যালি দেখিয়েছি কেমনে অপটিমাইজ করে পোস্ট করবেন। আপনার পোস্টের ডেসক্রিপশন লেখার সময় নিশ্চয়ই এরূপ সকল ওয়ার্ড ব্যবহার করবেন, যেগুলো লোক সচরাচর সার্চ করে থাকে। ভিডিও পোস্ট করার সময় অডিয়েন্স টার্গেট করে দিতে হবে। আর আপনার পোস্টের প্রতিটি ছবিই ভালোভাবে অপটিমাইজ করে দেওয়ার জন্য হবে। অতঃপর ডেসক্রিপশনে হ্যাশ ট্যাগ ইউজ করবেন।

পেইজ রুলস

আপনার পেইজে কাউকে এক্সেস দিতে হলে আপনকে পেজ সেটআপ হতে পেজ রোলস অপশনে যেতে হবে। এইখানে বেশ কতিপয় অপশন পাবেন। আপনি কাউকে এডমিন এক্সেস দিলে সে আপনার পেজে সবকিছু করতে পারবে। এমনকি আপনাকে এডমিন থেকে কিক আউট করে দিতে পারবে।

পেজে ইডিটর বা মোডারেটর এক্সেস দিলে সে আপনার পেজে পর্যাপ্ত কাজই করতে পারবে না। একারণে আপনি যখন কাউকে আপনার পেজে কাজ করতে দিবেন তখন এডমিন এক্সেস দিতে হতে পারে। আবার আপনি যদি কারো পেজে কাজ করতে যান তাহলে আপনি সরাসরি ভাবে তার নিকট এডমিন এক্সেস চাইলে সে আপনাকে দিয়ে কাজ করাবে না।

এই সমস্যার সমাধান পেতে এফবি ব্যবসা একাউন্ট ক্রিয়েট করতে হবে। একবার যদি আপনার পেজটি ব্যবসা একাউন্টের আন্ডারে নিয়ে যান, তাহলে আপনার আর কোন টেনশন করার চাই নেই। আপনি যাকে সুখী এডমিন এক্সেস দিতে পারবেন। আপনার পেজ আর হ্যাক হবার সম্ভাবনা থাকবে না।

ফেসবুক বিজনেস ম্যানেজার

এবার আপনাকে ফেসবুক বিজনেজ ম্যানেজার সম্মন্ধে জানতে হবে। এফবির নতুন আপডেট আসার পর বিজনেজ একাউন্ট ক্রিয়েট করা কিছুটা বিপদের হয়ে গিয়েছে। আপনি যখন বিজনেজ একাউন্ট ক্রিয়েট করতে যাবেন, সাধারণত আপনার জিমেইল একাউন্ট দিবেন। কিন্তু এইখানে আপনার কাছে তারা বিজনেজ ইমেইল চাইবে।

বিজনেস ইমেইল এইরকম, [email protected] এই বিষয়ে পরের পোস্টে ডিটেইলস থাকবে। সম্প্রতি চলুন দেখি আপনি যখন আপনার জিমেইল দিবেন, আপনার কি প্রবলেম হতে পারে?

ফেসবুক যেহেতু তাদের প্লাটফর্মে আপনাকে ব্যবসা করতে দিবে, তাই আপনার পরিচয় তাদের যাচাই করার প্রয়োজন আছে। আপনি যখনই জিমেইল টা দিবেন তখনই আপনার একাউন্ট তারা রিভিউ তে নিয়ে নিবে। তখন আপনাকে আপনার ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি সাবমিট করতে হবে। তাহলে তারা ১দিনের মধ্যে আপনার একাউন্ট তারা ভেরিফাই করে দিবে। তারপর আপনার পেজটি বিজনেস একাউন্টের আন্ডারে নিয়ে নিন।

ক্যাম্পেইন রানিং

এটি প্রচুর ব্রড টপিক। এ পোস্টে কভার করা পসিবল নয়। পরের আরেকটি পোস্টে বিস্তারিত থাকবে। যে জিনিসটা আপনার জেনে রাখা খুবই তাৎপর্যপূর্ণ তা হল, আপনার পেজে যেকোন ক্যাম্পেইন নিশ্চয়ই আপনার ব্যবসা একাউন্ট থেকে রান করবেন। তাহলে আপনি সবচেয়ে ছাড় খরচে পর্যাপ্ত বহু রিচ করতে পারবেন এবং একদম স্পেসিফিক অডিয়েন্সের নিকট রিচ করতে পারবেন ও আপনার কাঙ্ক্ষিত শক্তিস্তর জেনারেট করতে পারবেন।

ফেসবুক মার্কেটিং কি? কিভাবে করবেন ফেসবুক মার্কেটিং?