ফেসবুক এডস 

পৃথিবীর সবথেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যমের নাম ফেসবুক। বর্তমান সময়ে পৃথিবীর প্রায় প্রতিটা দেশে এর জনপ্রিয়তা অনেক অনেক বেশী। ফেসবুকের মাধ্যমে আপনার ব্যবসা অথবা পণ্যের বিজ্ঞাপন আপনার টার্গেট অডিয়েন্স এর কাছে পৌঁছে দেয়ার পদ্ধতি কে ফেসবুক মার্কেটিং বলা হয়।
সহজ অর্থে ফেসবুকে যে বিজ্ঞাপন দেয়া হয় তাকেই ফেসবুক মার্কেটিং বলে। যে কোন ধরণের বিজ্ঞাপন ফেসবুকে টাকার মাধ্যমে দেয়া যায়। এ ধরণের বিজ্ঞাপন সাধারণত আপনার ফেসবুক নিউজফিডে বিভিন্ন পন্যের স্পন্সরড পোষ্ট আসে এবং আপনার ফেসবুক এর ডান পাশে বিভিন্ন পন্যের ছবি বা অফার আসে আর এগুলকেই ফেসবুক বিজ্ঞাপন বলা হয়।

আমাদের থেকে কি কি সার্ভিস পাবেন ?

আমাদের সকল সার্ভিস এডস পলিসির আওতাভুক্ত, যেকোন সার্ভিস গ্রহণের জন্য অবশ্যই এডস পলিসি দেখে নিতে হবে। 

ব্র্যান্ড এওয়ারনেস

ব্র্যান্ড এর এওয়ারনেস বিপুল
পরিসরে প্রচার করতে পারবেন।

লিড জেনারেশন

আপনার টার্গেটেড লিড
কালেকশন করতে পারবেন।

ভিডিও প্রোমশন

সেল বাড়াতে ভিডিও প্রোমশন এডস
তৈরী করতে পারবেন।

ট্রাফিক বা ফোন কল

আপনার ওয়েবসাইটে ট্রাফিক
ফোন কল বাড়াতে পারবেন।

ক্যাটালগ এড

আপনার প্রোডাক্ট এর ক্যাটালগ
এড তৈরি করতে পারেন।

মেসেজ ক্যাম্পেইন

শুধু এডস থেকে মেসেজ বা
ফোন কল নিতে পারবেন।

ফেসবুক পেজ লাইক

অরিজিনাল ফেসবুক ইউজার দের
পেজে লাইক নিতে পারবেন।

অর্গানিক রিচ

পেইড অর্গানিক রিচ, লাইক, কমেন্ট
বাড়াতে পারবেন।

Facebook এর সার্ভিস সমূহ

ভালো মানের সার্ভিস এর জন্য গাজীপুর আইটি হতে পারে আপনার বিশ্বস্ত আইটি সার্ভিস প্রতিষ্ঠান, Facebook এর সার্ভিস সমূহ এখানে আছে।

Facebook মার্কেটিং কেন করবেন ?

ফেসবুক মার্কেটিং এর অ্যাডভান্টেজ বলে শেষ করা যাবে না। তাই, সবচাইতে গুরুত্বপূর্ণ কিছু অ্যাডভান্টেজ তুলে ধরা হলো….

কম খরচে বেশি রেজাল্ট

একমাত্র Facebook মার্কেটিং হলো কস্ট ইফেক্টিভ মার্কেটিং যা খুব কম খরচে আপনি অনেক মানুষকে আপনার পণ্যের বিজ্ঞাপন দেখাতে পারবেন।

দ্রুত রেসপন্স

Facebook সোস্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় যার কারন এই মার্কেটে যেকোন পন্যের বিজ্ঞাপনে দ্রুত রেসপন্স পাওয়া যায়।

বিক্রি বৃদ্ধি

দ্রুত রেসপন্স ও সর্বোচ্চ মার্কেটিং স্ট্র্যাটেজির ফলে পনের বিক্রি বৃদ্ধি পায় অভাবনীয় ভাবে।

Facebook মার্কেটিং এর জন্য আমরা কেন সেরা?

অডিয়েন্স রিসার্চ

আমরা আপনার ব্যবসা অথবা পণ্যের জন্য সঠিক অডিয়েন্স রিসার্স করে ক্যাম্পেইন তৈরী করে দিয়ে থাকি।

প্রোভেন স্ট্রাটেজি

আমরা আপনার ব্যবসা বা পণ্যের জন্য প্রোভেন স্ট্রাটেজি তৈরী করে দিয়ে থাকি যা ১০০% কার্যকর এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পারফেক্ট ক্যাম্পেইন

আমরা আপনার পণ্য অথবা ব্যবসার জন্য পারফেক্ট ক্যাম্পেইন তৈরী করে দিয়ে থাকি যা অডিয়েন্স আকর্ষণ করবে।

স্কেলিং আপ

আমরা আপনার সফল ক্যাম্পেইন এর ফলাফল আরো ভালো করার জন্য কাজ করে থাকি যা ১০০% একুরেট এবং বাস্তবিক।

সাধারন জিজ্ঞাসা

  • প্রয়োজনীয় তথ্যাদিসহ প্রোপারলি অপটিমাইজড ফেসবুক পেজ সেটআপ করুন
  • ফেসবুক এডস ক্যাম্পেইন রান করুন
  • ফেসবুক ফ্রেন্ডদের ইনভাইটের করুন
  • ভাইরাল কন্টেন্ট তৈরি করুন
  • ফেসবুক লাইভ ব্যবহার করুন
  • অন্যান্য ফেসবুক পেজ দ্বারা নিজের পেজকে ট্যাগ করান
  • হ্যাশট্যাগ ব্যবহার করুন
  • কুপন অফার করুন
  • কাস্টমারদের রিভিউ পোস্ট দ্বারা আপনার পেজকে ট্যাগ করান
  • আপনার অন্যান্য সোসাল মিডিয়ায় পেজ লিংক শেয়ার করুন

আপনি দুইভাবে ফেসবুক বিজনেস পেজের লাইক বাড়াতে পারবেন। 
১। অর্গানিক পোস্ট/পেজ প্রোমোশনঃ আপনার পেজে বন্ধুদের ইনভাইটেশন করার মাধ্যমে পেজের লাইক বাড়ানো যায় যা পেজ ইনভাইট প্রোমশন বলা হয়। এছাড়া তথ্যমূলক ছবি/ভিডিও আপনার পেজে পোস্ট করে লাইক বাড়াতে পারেন। শেয়ার পোস্ট করবেন না। 

২। পেইড প্রমোশনঃ আপনার পেজ পেইড প্রোমশন করতে পারেন। সে ক্ষেত্রে প্রতি লাইকের জন্য একটা নিদির্ষ্ট পরিমাণ টাকা কেটে রাখবে ফেসবুক। পেইড প্রোমশন পেজ ও পেজের পোস্ট করতে পারবেন। যা ফেসবুক এডস ক্যাম্পেইন এর মধ্যে থাকে। 

এডস ম্যানেজার থেকে আপনার অডিয়েন্স সেটআপ হয়ে গেলে নেক্সট স্টেপে গিয়ে ফেসবুক পেজ সিলেক্ট করবেন এবং এরপর ইউজ এক্সিসটিং পোস্ট সিলেক্ট করে যে পোস্টের এডস রান করবেন সেটা সিলেক্ট করে বাকি সেটআপ কমপ্লিট করে এডস পাবলিশ করে দিবেন।

আপনার সার্ভিস বা পণ্যটি যাদের দরকার তারাই হল আপনার টার্গেটেড অডিয়েন্স।

বৃহৎ পরিসরে ব্যবসা এবং ফেসবুক এডস ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করতে চাইলে আপনার একটা ফেসবুক বিজনেস ম্যানেজার একাউন্ট থাকতে হবে। এই বিজনেস ম্যানেজার একাউন্টে আপনি একসাথে অনেকগুলো এডস ম্যানেজার এড করে অনেকগুলো পেজের ক্যাম্পেইন পরিচালনা করতে পারবেন।

পেজ রেস্ট্রিকটেড হলে প্রয়োজনীয় তথ্য বা ডকুমেন্টস দিয়ে ফেসবুক বা মেটা সাপোর্ট বা হেল্প সেন্টারে কথা বলে পেজ ফিরিয়ে আনতে হবে।

এডস সেটাপ এর জন্য আমাদের কোন প্রকার সার্ভিস চার্জ নেই। সকল কিছু প্যাকেজের সাথে যুক্ত করা আছে। 

জ্বি, ফেসবুকের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের এডস ক্যাম্পেইন চালাতে পারবেন।

ফেসবুক মার্কেটিং হল ফেসবুকের মাধ্যমে কোন পণ্য বা সার্ভিসের প্রচারণা করা। যাতে করে ঐ পণ্য বা সার্ভিসটি তার টার্গেটেড কাস্টমারের কাছে পৌছায়।

ফেসবুকে দুই ভাবে মার্কেটিং করা যায়। যেমন- ফ্রি বা অর্গানিক মার্কেটিং এবং পেইড বা এডস ক্যাম্পেইন মার্কেটিং

ফেসবুক ফ্রি মার্কেটিং বলতে গ্রুপ এবং পেজে পোস্ট করা, গ্রুপ বা পেজ থেকে লাইভ করা ইত্যাদিকে বোঝানো হয়।

যে মার্কেটিং এর মাধ্যমে খুব নিখুতভাবে টার্গেটেড কাস্টমারকে লক্ষ্য করে মার্কেটিং করা হয় সেটাই হল পেইড বা এডস ক্যাম্পেইন মার্কেটিং।

ফ্রি মার্কেটিং এর সফলতা পেতে  আপনাকে প্রচুর ধৈর্য ধরতে হবে এবং অনেক বেশি সময় অপেক্ষা করতে হবে। ফ্রি মার্কেটিং এ সফল হতে অনেক সময় লাগার কারণে অনেকেই তাদের লক্ষ্য থেকে সরে যায়।

খুব অল্প সময়ের মধ্যে আপনার ব্যবসাকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে চাইলে আপনাকে অবশ্যই পেইড বা এডস ক্যাম্পেইন মার্কেটিং করতে হবে। আপনার প্রোডাক্ট মানুষের সমস্যার সমাধান করলে এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট হলে পেইড মার্কেটিং করে আপনি অনেক বেশি পরিমাণে সেলস জেনারেট করতে পারবেন। এডস ক্যাম্পেইনে খুব নিখুতভাবে আপনার প্রকৃত কাস্টোমারকে বা টার্গেটেড অডিয়েন্সকে লক্ষ্য করে এডস রান করা হয় এজন্যই এডস ক্যাম্পেইনে বেশি পরিমাণে সেলস পাওয়া যায়। পেইড মার্কেটিং অবশ্যই এক্সপার্ট মার্কেটার দিয়ে করবেন নতুবা আপনার কাঙ্ক্ষিত সেলস নাও পেতে পারেন এবং পেজও রেস্ট্রিকটেড হতে পারে।

আমরা ফেসবুক এডস ম্যানেজার এবং বিজনেস ম্যানেজার একাউন্ট থেকে আপনার নিশ এবং টার্গেট অডিয়েন্স রিসার্চ এবং প্রোপার অপটিমাইজড সেটআপের মাধ্যমে এডস ক্যাম্পেইন রান করে থাকি।

আপনি পৃথিবী এর যেকোন স্থানে এডস চালাতে পারবেন।

পেমেন্ট করার দুই ঘন্টার ভিতরে এড্স সেটআপ কমপ্লিট করে থাকি, পরবর্তীতে ফেইসবুক কিছু সময় নিবে ইনরিভিউ তে রেখে,কখনো কখনো দুই থেকে তিন ঘণ্টার মতো সময় লাগে পাবলিশ হতে, তানা হলে ২৪ ঘণ্টা সময় লাগতে পারে

আমাদের এডস ক্যাম্পেইন ব্যাসিক প্যাকেজ শুরু মাত্র ১৬৫০ টাকা থেকে। এর উপরে আপনি আপনার ইচ্ছামত টাকা দিয়ে ক্যাম্পেইন চালাতে পারবেন।

প্রথমে আমাদের ওয়েবসাইটে এসে Client Panel থেকে আপনার প্যাকেজ সিলেক্ট করে অর্ডার করুন।  অর্ডার করার সময় পেজ লিংক, জেন্ডার, এডস টাইপ, লোকেশন ইত্যাদি দিয়ে নেক্সট অপশন ফলো করে বিকাশ, রকেট, নগদ বা ব্র্যাক ব্যাংকের মাধ্যমে পেমেন্ট কমপ্লিট করলেই আমরা আপনার এডস রান করে দিব।

আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার একাউন্ট থেকে আপনার পেজে এডস চালু করার জন্য ইনভাইটেশন  রিকুয়েস্ট সেন্ড করা হবে। আপনি পেজ রুল সেটিংস থেকে ইনভাইটেশন এক্সেপ্ট করলে আমরা আপনার পেজ থেকে এডস ক্যাম্পেইন চালু করতে পারবো।

আমাদের ফেসবুক বিজনেস একাউন্টের সাথে মাস্টার কার্ড ও ভিসা কার্ড এড করা আছে। এবং আমরা বৈধ উপায়ে ব্যাংক ডিপোজিটের মাধ্যমে ফেসবুক এডস ক্যাম্পেইন সার্ভিস দিয়ে থাকি।

হ্যা, ফেসবুক পেজের সাথে ইন্সটাগ্রামের লিঙ্ক করা থাকলে একসাথে দুটোর এডস রান করা যাবে।