Frequently asked question(FAQ)

সর্বশেষ আপডেট 05 অক্টোবর ২০২২

1. ফেসবুক পেজ সেটআপ এবং ফেসবুক এডস ক্যাম্পেইন চালু করার জন্য কি করতে হবে ?
  • আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি প্যাকেজে অর্ডার করতে পারেন অথবা যোগাযোগ করুনঃ  01730712621 এই নাম্বারে । অথবা হোয়াটস এপ থেকে মেসেজ করুন।
2. ফেসবুক পেজ সেটআপ করতে কত টাকা লাগবে ?
  • আমাদের আছে ফেসবুক বিজনেস পেজ সেটআপ এর জন্য আলাদা একটি প্যাকেজ। 2500 টাকায় একটি ফেসবুক পেজ সেটআপ করে দেয়া হয়। এই প্যাকেজে আপনি পাবেন একটি লোগো ও প্রোফেশনাল একটি কভার ফটো । তাছাড়া বিজনেস ইনফো সেটআপ, বেসিক চ্যাটবট, সার্ভিস এবং পোস্ট সেটআপ ।  
3. পোস্ট বুস্টিং করতে কত টাকা লাগবে ?
  • আমরা মূলত ফেসবুক বুস্টিং নিয়ে কাজ করি না, আমরা ফেসবুক এডস ক্যাম্পেইন করে থাকি। ফেসবুক এডস ক্যাম্পেইন এর জন্য আপনি আপনার ইচ্ছা মত বাজেট অনুযায়ী ফেসবুক বিজ্ঞাপন দিতে পারবেন। আমাদের সর্বনিম্ন ব্যাসিক প্যাকেজ (১৭৫০ টাকা) থেকে এডস রান করতে পারবেন।  তাছাড়া আমাদের সকল প্যাকেজ গুলো এই লিংকে পাবেন। 
4. ক্যাম্পেইন চলমান সময় কত গুলো মেসেজ, ইম্প্রেশন, রিচ, লাইক এবং ভিউ পাবো ?
  • একটি বোস্ট বা ক্যাম্পেইন চলাকালীন সময়ে কি পরিমাণ মেসেজ, ইম্প্রেশন, রিচ, লাইক এবং ভিউ আসবে এটার নিশ্চয়তা দেয়া যায় না। কারন এটা সম্পূর্ন পোস্ট বা পেজের কনটেন্ট এর উপর নির্ভর করে। যদি আপনার পোস্টের কনটেন্ট অনেক বেশি আকর্ষনীয় হয়ে থাকে তাহলে অনেক বেশি রিচ হবে।  ক্যাম্পেইন শেষে আমরা বিস্তারিত রিপোর্ট আপনার মেইলে পাঠিয়ে দিবো। যদি আপনার এড ম্যানেজার থাকে ক্যাম্পেইন চালু করা হয় তাহলে আপনি যেকোন সময় দেখতে পারবেন। এডস ম্যানেজার থেকে এডস চালু করতে আপনার নিজস্ব ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে। সেক্ষেত্রে এডস সেটাপ ফি মিনিমাম ৫০০ টাকা।

5. ক্যাম্পেইন করার ক্ষেত্রে ডলারে হিসাব করা হয় ?
  • না, আমরা টাকায় হিসাব করি এডস ক্যাম্পেইন চালু করে থাকি। এই টাকার মধ্যে ব্যাংক চার্জ + ভ্যাট/ট্যাক্স + সার্ভিস চার্জ যুক্ত করা আছে। 
6. আমি কোন কোন পেমেন্ট পদ্ধতি ব্যবহার করতে পারি ?
  • আমরা বর্তমানে শুধুমাত্র বিকাশ, নগদ, রকেট ও ব্রাক ব্যাংকের এর মাধ্যমে পেমেন্ট গ্রহণ করে থাকি। 
7. আমি কি ইন্টারন্যাশনাল এডস ক্যাম্পেইন করতে পারবো ?
  • হ্যা, আপনি যেকোন দেশের, যেকোন লোকেশনেই বোস্টিং বা ক্যাম্পেইন রান করাতে পারবেন। সেইক্ষেত্রে শুধু মাত্র এডস সেটাপ ফি ১২০০ টাকা প্রদান করতে হবে। 
8. আমি কি ইন্সটাগ্রামে ক্যাম্পেইন চালু করতে পারবো ?
  • হ্যা, আপনার যদি ফেসবুক পেজের সাথে ইন্সটাগ্রামের লিঙ্ক করা থাকে তাহলে করতে পারবেন দুটো একসাথেই।
9. কতক্ষন সময়ের মধ্যে ক্যাম্পেইন চালু করা হবে ?
  • পেমেন্ট করার পরে ২/৩ ঘন্টার মধ্যেই ক্যাম্পেইন চালু করা হবে। ফেসবুক আপনার পোস্ট/পেজ রিভিউ করতে ২৪ ঘন্টা সময় নিবে। 
10. আমি পোস্ট করতে পারি না, সেক্ষেত্রে কি করবো ?
  • আমরা আপনার পোস্ট করে দিবো সেই সাথে ছবি সংযুক্ত করে দিবো। এডস সেটাপ ফি এর মধ্যে অন্তর্ভুক্ত। তবে ব্যানার/ছবি এডিটিং এর জন্য অতিরিক্ত পেমেন্ট করতে হবে। 
11. আপনারা কি মাস্টার কার্ড/ভিসা কার্ড দিয়ে এডস ক্যাম্পেইন করেন ?
  • জ্বী, আমাদের ফেসবুক বিজনেস একাউন্টের সাথে আমাদের  মাস্টার কার্ড ও ভিসা কার্ড এড করা আছে। এবং আমরা বৈধ উপায়ে ব্যাংক ডিপোজিটের মাধ্যমে ফেসবুক এডস ক্যাম্পেইন সার্ভিস দিয়ে থাকি। 
12. আমার পেজে কি আপনাদের এডিটর/এডমিন করে দিতে হবে ?
  • না,  আমাদের ভেরিফাইড ফেসবুক বিজনেস ম্যানেজার একাউন্ট থেকে আপনার পেজে এডস চালু করার জন্য ইনভাইটেশন  রিকুয়েস্ট সেন্ড করা হবে। আপনি পেজ রুল সেটিংস থেকে ইনভাইটেশন এক্সেপ্ট করে দেয়া হলে।  আমরা আপনার পেজ থেকে বুস্ট/এডস/ক্যাম্পেইন চালু করতে পারবো।
14. সার্ভিস নেওয়ার পূর্বে, আমাকে কি রেজিস্ট্রেশন করতে হবে ?
  • হ্যাঁ. অর্ডার করার পূৰ্বে  আপনাকে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। অথবা এডস ফ্রম ফিলাপ করে দিতে হবে। 
15. আমি কিভাবে এই ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করবো ?
  • আপনি প্রয়োজনীয় তথ্য প্রদান করে এই লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করতে পারেন।

আরো বিস্তারিত জিজ্ঞাসা থাকলে সরাসরি হোয়াটস এপ/ফেসবুকে মেসেজ করুন।