ফেসবুক বিজনেস ম্যানেজার প্ল্যাটফর্মটি প্রস্তুত করা হয়েছে মূলত এফবি ইউজারদের ইন্টারেস্ট রিসার্চ করার জন্য। এখানে আপনি ফেসবুক ইউজারদের সকল ডাটা পেয়ে যাবেন ও এখান হতে আপনার নির্দিষ্ট অডিয়েন্স টার্গেট করতে পারবেন আপনার ব্যবসার জন্য। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে, এফবি বর্তমান অনেক অধিক বিজনেস ওরিয়েন্টেড হয়ে গেছে।

ব্যবসা ওনারদের সফলভাবে বিজনেস করার জন্য এসব ডাটা খুবই কার্যকরি ভূমিকা পালন করে। তাই ফেসবুক বিজনেস ম্যানেজার সম্পর্কে আপনার পরিপূর্ণ অনুমান থাকা প্রয়োজন।

শুধুমাত্র একটি ফেসবুক পেজকে ঘিরে বিজনেস রান করছেন অনেকেই। যাকে আমরা এফ-কমার্স বিজনেস বলে থাকি। ই-কমার্স বা এফ-কমার্স বা যেকোন ব্যবসার জন্য সোস্যাল মিডিয়া মার্কেটিং প্রচুর অধিক গুরুত্বপূর্ণ। কারণ সকল বিজনেসের কাস্টমাররা ই কোন না কোনভাবে সোস্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত। আর সোস্যাল মিডিয়ার সবচেয়ে জ্যেষ্ঠ প্ল্যাটফর্ম হল ফেসবুক। এইজন্য প্রত্যেকটি অনলাইন বা অফলাইন বিজনেসের জন্য এফবি মার্কেটিং সবচেয়ে বহু গুরুত্বপূর্ণ।

ফেসবুক বিজনেস ম্যানেজার প্ল্যাটফর্মটি ক্যাম্পেইন রান করার জন্য আমাদের ব্যবহার করতে হবে। প্রশ্ন আসতেই পারে, কি জন্য আমরা পার্সোনাল একাউন্ট ইউজ না করে বিজনেস একাউন্ট ব্যবহার করব? এর বেশ কতিপয় রিজন রয়েছে যেমন, পার্সোনাল একাউন্ট থেকে ক্যাম্পেইন রান করে আপনি কখনোই ভাল রেজাল্ট পেয়ে যাবেন না। বিজনেস একাউন্ট হতে ক্যাম্পেইন রান করার সবচেয়ে জ্যেষ্ঠ সুবিধা হল এইখানে আপনি একদম স্পেসিফিক অডিয়েন্স লক্ষ্য করতে পারবেন ও সবচেয়ে অফার খরচে অনেক বহু সংখ্যা রিচ করতে পারবেন।

বিজনেস একাউন্ট হতে এড রান করার আরো পর্যাপ্ত সুবিধা রয়েছে যা আপনি আমার পোস্টে প্র্যাক্টিক্যালি দেখতে পাবেন। আগের পোস্ট এফবি পেজ চালানোর আইন এই আপনারা এফবি ব্যবসা ম্যানেজার সম্পর্কে সামান্য অনুমান পেয়েছেন। যারা পেজের ওনার আছেন তারা এটি অবশ্যই দেখেন যে, প্রত্যেকটি পোস্টের নিচে বুস্ট নাও বাটন আছে। আপনি যদি মনে করেন, না ভাইয়া আমার এত সমস্যার প্রয়োজন নাই, তাহলে এ বাটনে ক্লিক করে বুস্ট করে নিতে পারেন। এটি একদমই সহজ, কিভাবে করবেন শিখতে আমার লিখনি ফেসবুক বুস্টিং এবং কাস্টমার টার্গেটিং পোস্ট টি দেখুন।

আজকের পোস্ট টি ২ধরনের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ

১। যারা ফ্রিল্যান্সিং শিখছেন

২। যারা ব্যবসা করছেন

ছাত্রদের জন্য ইন্টারনেটে আয় করার সর্বাপেক্ষা সোজা পথ ফেসবুক মার্কেটিং করা। আমার অন্য কোনো তাৎপর্যপূর্ণ পোস্ট ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো, এটা নিশ্চয়ই পড়ে নিবেন, যদি ফ্রিল্যান্সিং শিখতে চান। আর যারা ব্যবসা ওনার আছেন তাদের প্রয়োজন হতেই পারে একজন স্কিলফুল সোস্যাল মিডিয়া মার্কেটার হায়ার করার। তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। আর এই পোস্ট টি ক্লিয়ারভাবে পড়ে বুঝুন, তাহলে আপনার একজন দক্ষ মার্কেটার হায়ার করতে সুবিধা হবে। Hire me. I am selling social media marketing services on fiverr.

এতদিন আমরা জেনেছি যে, আমাদের ফেসবুক ব্যবসা পেজে কাউকে এডমিন এক্সেস দেয়া যাবে না। কিন্তু আপনি যদি কাউকে আপনার পেজে কাজ করার জন্য হায়ার করেন আর তাকে যদি এডমিন এক্সেস না দেন তাহলে সে পর্যাপ্ত কাজই করতে পারবে না। যেমন, চ্যাট বট সেটাপ, শপ ডিজাইন ও আরো অনেক কাজ। আপনার এফবি পেজ সিকিউরিটি শিওর করবে ফেবু বিজনেস ম্যানেজার একাউন্ট। একবার যদি আপনার পেজটি ব্যবসা একাউন্টের আন্ডারে নিয়ে আসতে পারেন, সেই সময় কাউকে এডমিন এক্সেস দিলেও আপনার পেজটি আর হ্যাক হবার সম্ভাবনা থাকে না। এই সময়ে আপনি নাকে তেল দিয়ে ঘুমাতে পারেন।

তবে এটাও কিছু কয়েকটি বোকামির কারণে হ্যাক হয় যা একটু পরে আমি বলব। তাহলে  আসুন জেনে নিই কেমনে এফবি বিজনেস ম্যানেজার একাউন্ট খুলবো

ফেসবুক বিজনেস ম্যানেজার একাউন্ট খোলার নিয়ম

একাউন্ট খোলার প্রথমে কতিপয় বিষয় জানতে হবে। আপনার ব্যক্তিগত একাউন্ট কি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করেছেন? যদি না করে থাকেন, তাহলে আগে এটা করুন। কেননা এফবি আপনাকে ভেরিফাই না করে ব্যবসা ম্যানেজার প্ল্যাটফর্মটি ব্যবহার করতে দিবে না। আপনি বিজনেস একাউন্ট খোলার সঙ্গে সাথেই এফবি আপনার অ্যাকাউন্ট ডিজেবল করে দিবে। চিন্তার কোন রিজন নেই, আপনার এন-আইডি কার্ডের ফটো সাবমিট করে রিভিও রিকোয়েস্ট করবেন আর ২৪ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট একটিভ হয়ে যাবে। খুবই ইজি প্রসেস।

একাউন্ট ক্রিয়েট

বিজনেস ম্যানেজার একাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে https://business.facebook.com/overview এ লিংকে যেতে হবে।

ফেসবুক বিজনেস ম্যানেজার একাউন্ট খোলার নিয়ম

Create Account বাটনে ক্লিক করুন।

বিজনেস নেম, একাউন্ট নেম এবং আপনার বিজনেস ইমেইল দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। একাউন্ট ক্রিয়েট হয়ে যাবে।

বিজনেস ম্যানেজার একাউন্ট খোলার নিয়ম

ভেরিফাই

আপনার ইমেইলে তারা ভেরিফিকেশন ইমেইল পাঠাবে। আমি আপনাকে বিজনেস ইমেইলে কাস্টম ইমেইল ব্যবহার করার জন্য সাজেস্ট করব। যদি না পারেন তাহলে জিমেইলে একটি বিজনেস ইমেইল ক্রিয়েট করে নিবেন। আমার একাউন্ট কিভাবে ভেরিফাই করেছি নিচের ছবিতে দেখুন।

আমার ক্ষেত্রে কনফার্ম বাটনে ক্লিক করার পরে আমার আইডি ডিজেবল হয়ে গিয়েছিল। অতঃপর আমার ফোন নাম্বার ও এন-আইডি কার্ডের ফটো সাবমিট করে রিভিও রিকোয়েস্ট করেছি। ২৪ ঘন্টার মধ্যেই আমার আইডি একটিভ হয়ে গেছে। আমি আপনাকে প্রথমেই সাজেস্ট করেছি, ব্যবসা একাউন্ট খোলার প্রথমে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট ভেরিফাই করে নিবেন। 

আপনার আইডি একটিভ হবার পরে আপনি আপনার বিজনেস ম্যানেজার একাউন্টে যান। নিচের ফটোর মত facebook ad manager likhe search করুন

ad manager search

এড ম্যানেজার লিংকে ক্লিক করে প্রবেশ করার পরে নিচের ছবির মত ইন্টারফেস দেখতে পাবেন।

facebook ads manager

Go to Ads Manager বাটনে ক্লিক করুন। আপনার বিজনেস একাউন্টে যেতে হলে বেশিরভাগ টাইম আপনি এই প্রসেসে যাবেন।

business account rstricted

এখানে দেখতে পাচ্ছেন আমার কোন একাউন্ট নেই। তা সত্ত্বেও আপনারা দেখলেন আমি একাউন্ট খুলেছি। আসলে আমার একাউন্ট রয়েছে তা সত্ত্বেও ফেসবুক এটা রিভিও করার জন্য রেসট্রিক্ট করে দিয়েছে। আপনাকে আজকাল রিভিও করার জন্য আবারো রিকোয়েস্ট করতে হবে।

click business account

ছবিতে উদাহরণসরূপ দেখতে পাচ্ছেন, আপনার পার্সোনাল এড একাউন্টে ক্লিক করুন। নিচের ছবির মত উইন্ডো আসবে।

restricted from advertising

দেখতে পাচ্ছেন আমাকে রেস্ট্রিক্টেড করে দেয়া হয়েছে। আমি ইদানিং আর কোন ক্যাম্পেইন রান করতে পারব না। See details বাটনে ক্লিক করুন।

see details

এবার Request Review বাটনে ক্লিক করুন।

captcha

ক্যাপচা ফিল আপ করে Continue বাটনে ক্লিক করুন।

ফেসবুক পেজ কিভাবে চালাতে হয়?